একজন প্রশংসিত অভিনেতা হওয়া পাশাপাশি আয়ুষ্মান খুরানা একজন গায়ক, লেখক এবং প্রকৃতি নিয়ে বিশেষ কৌতুহল কাজ করে তাঁর মধ্যে। আকাশের দিকে অপলক তাকিয়ে থাকতে ভালোবাসেন অভিনেতা। নক্ষত্রদের আলো তাঁর দৃষ্টি আকর্ষণ করে।
সম্প্রতি একদল অ্যাস্ট্রো রিসার্চারদের সঙ্গে লাইভ উল্কাবৃষ্টি দেখতে গিয়েছিলেন আয়ুষ্মান। পুনে থেকে একটু দূরে একটা জায়গা বেছে নিয়েছিলেন তাঁরা। অভিনেতার পোস্ট অনুসারে, অমাবস্যার রাত ছিল সেদিন। আকাশে চাঁদ ছিল না। উচ্চ প্রযুক্তির টেলিস্কোপ ব্যবহার করে মহাকাশের বস্তুগুলি চিহ্নিত করতে লেজার ব্যবহার করে অনুসন্ধান শুরু হয়। আয়ুষ্মান লিখেছেন, তাঁর লেজার বৃহস্পতির উপর পড়েছিল কিন্তু তাঁর কাছে উল্কাপাত দেখা একটি ‘বিশেষ অভিজ্ঞতা’ ছিল। আরও পড়ুন: কত বার 'দিদি নং ১' জিতেছেন, হিসাবও নেই! রচনার সঙ্গে মিষ্টি ছবি দিয়ে কী জানালেন শ্রুতি