1 মিনিটে পড়ুন Updated: 17 Feb 2024, 06:51 AM ISTTulika Samadder
বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়া দীর্ঘদিন পরে ধরা পড়লেন পাপারাজ্জিদের ক্যামেরায়। 'ওয়ান্টেড', ‘সালাম-এ-ইশক’-এর মতো ছবিতে কাজ করেছেন।
মুম্বই এয়ারপোর্টে দেখা গেল আয়েশা টাকিয়াকে।
প্রাক্তন অভিনেত্রী আয়েশা টাকিয়াকে শুক্রবার মুম্বাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেল। পাপারাৎজিদের দ্বারা ক্যামেরাবন্দি হন তিনি। এমনকী বিমানবন্দরের ভিতরে প্রবেশের আগে, কয়েকটি ছবি তোলার জন্য থামেনও। তাঁর সঙ্গে ছিল তাঁর ছেলে এবং এক বন্ধু।
আয়েশাকে এদিন দেখা গেল গাঢ় নীল স্যুট এবং লম্বা খোলা চুলে। তিনি একটি কালো মাস্ক পরেছিলেন, তবে ফোটোগ্রাফারদের অনুরোধে এটি খুলে রাখেন। তার ছেলে মিকাইলের পরনে ছিল সবুজ শার্ট, কালো প্যান্ট এবং পিঠে একটি বড় ব্যাকপ্যাক। সে বিনয়ের সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তারক্ষীকে কাগজপত্র দেখান, তারপর পাপারাজ্জিদের বিদায় জানিয়ে ভিতরে চলে যান।
আয়েশা বিয়ে করেছেন ফারহান আজমিকে। যিনি একজন রেস্তোরাঁ মালিক। ২০২০ সালে আয়েশা ও ফারহান তাঁদের হোটেলকে কোভিড-১৯ মহামারীর সময় কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করার জন্য দিয়েছিলেন। ফারহানকে সেই সময় বলেছিলেন, ‘হ্যাঁ, আমরা আমাদের গালফ হোটেলটি বিএমসিকে কোয়ারেন্টাইন সেন্টারের জন্য দিয়েছি। এই দুঃসময়ে আমরা একসঙ্গে আছি। আমরা আমাদের হোটেলকে বিএমসি এবং মুম্বাই পুলিশকে কোয়ারেন্টাইন সেন্টার হিসাবে হস্তান্তর করেছি। ছোট্ট একটা হোটেল। আমরা আশা করি, ভবিষ্যতে সরকার ক্ষুদ্র ব্যবসায়ীদেরও সহযোগিতা করবে।’
আয়েশা একজন মডেল হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন এবং ফাল্গুনী পাঠকের ‘মেরি চুনার উড় উড় যায়ে’ গানের মাধ্যমে প্রথম জনপ্রিয়তা পান। পরে তিনি ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন এবং ২০০৪ সালে সেরা ডেবিউনেন্ট হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারও জিতেছিলেন। ‘দিল মাঙ্গে মোরে’, 'নো স্মোকিং', 'ওয়ান্টেড', 'সালাম-এ-ইশক', 'পাঠশালা'র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।
আয়েশাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছে ২০১১ সালে মোড ছবিতে। যার পরে তিনি চলচ্চিত্র থেকে বিরতি নিয়েছিলেন। তবে আয়েশার বদলে যাওয়া চেহারা কিছু বছর আগে হয়েছিল আলোচনার কারণ। হয়েছিলেন মারাত্মক ট্রোল সলমন খানের নায়িকা। অস্বাভাবিক ফোলা ঠোঁট দেখে অনেকেরই ধারণা হয় তিনি বুঝি বা ফিলার ব্যবহার করেছিলেন।