ইদের সিনেমা নিয়ে বরাবরই থাকে বেশ মাতামাতি। আগে এই সময় পাকা ছিল কোনও এক খানের সিনেমা। তবে সময়ের সঙ্গে সঙ্গে বেশ বদলেছে সবকিছু। এবারের ইদে বলিউডের দুটি সিনেমা মুখোমুখি টক্কর দেবে। তা হল অজয় দেবগনের স্পোর্টস বায়োপিক ময়দান আর অক্ষয় কুমার আর টাইগার শ্রফের বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ। আর টলিউড থেকে আসছে মির্জা।
টলি অনলাইনের ইনস্টাগ্রাম পেজ থেকে তিনটি সিনেমার পোস্টারের কোলাজ শেয়ার করে জানতে চাওয়া হয়েছিল, তিনটি সিনেমার মধ্যে কোনটিকে তাঁরা এগিয়ে রাখছেন। যাতে কমেন্ট সেকশনে বেশিরভাগই বেছে নিয়েছেন মির্জাকে। এমনকী, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিজেও কমেন্ট করেছেন বন্ধু-র সমর্থনে। লিখেছেন, ‘মির্জা ছাড়া আবার কী’! কমেন্ট করেছেন টলিউডের অভিনেতা নীল ভট্টাচার্যও।
আরও পড়ুন: ‘খোকার বাবা-মা যখন খোকা খুকু ছিল…’! ডিভোর্স বাতিল আগেই, প্রিয়াঙ্কাকে নিয়ে স্মৃতি হাতড়ালেন রাহুল
এই পোস্টটি আবার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নেন অঙ্কুশ নিজে। লেখেন, ‘আমি অপ্লুত। কোনও ভাষা নেই। ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য।’
১০ এপ্রিল মুক্তি পাচ্ছে মির্জা। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়কে। এই সিনেমার প্রযোজনার দায়িত্বে রয়েছেন খোদ অঙ্কুশ। একেবারে অ্যাকশন অবতারে মারকাটারি সিনেমা হতে চলেছে এটি। বানিজ্যিক সিনেমার বাজার যে ভালো তা দেখা গিয়েছে পাঠান, জওয়ানের মতো সিনেমার ক্ষেত্রেই। দক্ষিণের আরআরআর, পুষ্পা-র মতো সিনেমাও ভালো সাড়া পেয়েছে টলিউডে। তবে বাংলা বানিজ্যিক ছবি যেমন সেন্টিমেন্টাল, চেঙ্গিজ, মানুষ দর্শকমনে জায়গা পায়নি। এখন দেখার কী হয় মির্জার সঙ্গে।
আরও পড়ুন: বাবাকে চায় না ১০ বছরের ওশ! কাঞ্চন-প্রাক্তন পিঙ্কি বলছেন, ‘বাইরে বেরোলেই মুক্তি…’
অন্য দিকে, অজয় দেবগনের শয়তান সিনেমা এখনও হলে চলছে রমরমিয়ে। গত কয়েকবছরে পরপর হিট উপহার দিয়েছেন তিনি। তাই স্পোর্টস বায়োপিকটিও যে দর্শকমনে জায়গা করবে তা নিয়ে নিঃসন্দেহ নির্মাতারা। ট্রেলারে দেখা যায়, অজয়ের সৈয়দ আবদুল রহিম চরিত্রটি ব্যস্ত তরুণ ফুটবলারদের বেছে নিয়ে ভারতের আন্ডারডগ টিম তৈরি করতে। ট্রেলারে আরও দেখতে পাওয়া যায় যে, অজয় এবং তাঁর দলকে কেবল স্টেডিয়ামে প্রতিপক্ষের প্রচণ্ড প্রতিযোগিতার মুখোমুখি হতে হয় হয় না, স্টেডিয়ামের বাইরেও পড়ে প্রবল আক্রমণে। বারবার ভারত হারতে থাকায় প্রতিবাদকারী জনতা দলটিকে ভারতকে ‘ফিরে যাওয়ার’ দাবি জানাতে থাকে। তবে অবশেষে আসে কাঙ্খিত সাফল্য। জয়ের হাসি হাসে ভারত।
আরও পড়ুন: কেমন অন্দরসজ্জা! ইশা আম্বানির ৫০০ কোটির বাড়ি কিনলেন জেনিফার লোপেজ-বেন অ্যাফ্লেক