নীতেশ তিওয়ারি পরিচালিত 'রামায়ণ' এই সময়ের সবচেয়ে আলোচিত ছবি। ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ। বর্তমানে ছবিটি পোস্ট প্রোডাকশনে রয়েছে।
এদিকে অভিনেতা আশুতোষ রানা তার 'হামরে রাম' নাটকের কারণে খবরে উঠে এসেছেন। এই নাটকে রাবণের ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে। কিন্তু অভিনেতার ভক্তরা তাঁকে রণবীরের পরিবর্তে রাম রূপে দেখতে চান। এমন পরিস্থিতিতে নিজের চরিত্র ও ভক্তদের পছন্দ নিয়ে কথা বলেন অভিনেতা।
বলিউড বাবলের সঙ্গে কথোপকথনে যখন ভক্তদের দাবির ভিত্তিতে প্রশ্ন করা হয় যে তাঁরা তাঁকে ভগবান রামের ভূমিকায় দেখতে চান, তখন অভিনেতা দুর্দান্ত উত্তর দিয়ে নিজের ভক্তদের মন জয় করেছিলেন। অভিনেতা বলেন, যাঁর ভাগ্যে যা লেখা আছে সেটা সে অবশ্যই পাবে।
ঠিক কী বলেছেন আশুতোষ রানা?
আশুতোষ রানা বলেন, ‘আমি বিশ্বাস করি, ঈশ্বর আপনার শুরুতে বা যাঁর ভাগ্যে যা লিখেছেন, সেটা সে স্বাভাবিকভাবেই পাবে। আপনি শুধু এক জায়গায় বসে ধ্যান করুন এবং অপেক্ষা করুন। অপেক্ষা ও ধৈর্য সঠিক জায়গায় করলে অবশ্যই ফল পাওয়া যায়। আমি বিশ্বাস করি আমাদের একটি নাটক আছে, রাম নামে একটি নাটকে আমি রাবণের ভূমিকায় অভিনয় করছি।’
আশুতোষ রানাকে এবার হৃতিক রোশনের 'ওয়ার ২' ছবিতে শক্তিশালী চরিত্রে দেখা যাবে। ছবিতে জুনিয়র এনটিআর এবং কিয়ারা আদভানিও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই স্পাই থ্রিলার আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।