বলিউডের জীবন্ত কিংবদন্তি আশা ভোঁসলে। তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য আইকনিক গান দিয়ে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করেছেন নবতিপর গায়িকা। তাঁর সবচেয়ে স্মরণীয় গানের অন্যতম ‘রাত আকেলি হ্যায় বুঝ গায়ে দিয়ে’ এবং ‘দম মারো দম’। রিপাবলিক ওয়ার্ল্ডের সাথে সাম্প্রতিক একটি সাক্ষাত্কারে, প্রবীণ গায়িকা জানিয়েছেন, দেব আনন্দ কীভাবে হরে রাম হরে কৃষ্ণ ছবি থেকে দম মারো দম গানটিকে সরিয়ে দিতে চেয়েছিলেন। ওদিকে আশাও ছিলেন নাছোড়বান্দা।
আরও পড়ুন-সলমনকে ক্লিনচিট, সিকান্দারের ব্যর্থতার দায় কার উপর চাপালেন পরিচালক মুরুগাদোস?
আশা ভোঁসলে বলেন, 'যখন এই গানটি তৈরি হয়, তখন আমরা নেপালে ছিলাম। সেটাও ছিল হিপি প্রজন্মের সময়। তাই নেপালে পঞ্চম দা অনেক হিপ্পিদের দেখে আনন্দ বক্সীজিকে এই গানটি লিখতে বলেছিলেন। ছবিতে চূড়ান্ত কাটে এই গানটি শুরুতে জায়গা পায়নি। কেউ কেউ গানের কথা নিয়ে আপত্তি তুলেছিলেন। গানটি রেকর্ড করার পর আমরা খুব খুশি হয়েছিলাম। তবে দেব আনন্দজি আমাদের বলেছিলেন যে তিনি ছবিটি থেকে এটি সরিয়ে নিচ্ছেন কারণ তিনি চান না যে 'দম মারো দম' এবং 'হরে কৃষ্ণ হরে রাম' শব্দগুলি একসাথে প্রদর্শিত হোক। কিন্তু আমি দেবজিকে এটা রাখতে বলেছিলাম'।
স্মৃতির সরণি বেয়ে আশা জানান, 'আমি ওকে বলেছিলাম 'ইয়ে গানা বহুত চলনে ওয়ালা হ্যায়' (এই গানটি দারুণ হিট হবে)। দেবজী বললেন, ‘তুমি যদি এ কথা বলো, তাহলে গানটা রাখব।’