'রাজ রাজেশ্বরী রাণীভবাণী' ও 'লক্ষ্মী ঝাঁপি'র পর স্টার জলসা ফের নতুন মেগা ‘কম্পাস’ আসছে তা আগেই জানা গিয়েছিল। ধারাবাহিকের প্রোমোতে নবাগতা নায়িকা ও নায়কের ছবিও সামনে এসেছিল। আর এবার চ্যানেলের পক্ষ থেকে প্রোমো প্রকাশ্যে এনে জানানো হল সম্প্রচারের দিনক্ষণ।
আরও পড়ুন: 'ধূমকেতু' মুক্তি পেতেই বিশেষ বার্তা রাজের! 'শুভর জন্য সঠিক মানুষ…', প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা
‘কম্পাস’-এর নতুন প্রোমোয় কী দেখা গিয়েছে?
‘কম্পাস’-এর নতুন প্রোমোর শুরুতেই দেখা গিয়েছে একটি হাসপাতালের দৃশ্য। সেখানে মেগার নায়িকা ‘কম্পাস’ তার মায়ের হাত ধরে তাঁকে নিজের পরীক্ষার ফলাফলের কথা জানাচ্ছে। তার মা কোমায়। মায়ের সেই স্থির হাত নিজের হাতে তুলে নিয়ে ‘কম্পাস’ বলে, 'জানো মা আমি না এই সেমিস্টারেও ফার্স্ট হয়েছি। কাউকে বোলনা কিন্তু। আমাদের সবটা গোপন রাখতে হবে মা, যত দিন না তুমি সুস্থ হয়ে যাচ্ছ।'
তারপরই দেখানো হয় কলেজের দৃশ্য। সেখানে পরীক্ষার জন্য ঘণ্টা বেজে ওঠে। কলেজের এক প্রফেসরকে বলতে শোনা যায়, 'দেখি তোমরা এই সেমিস্টারে কীভাবে পাশ করো। এমন কঠিন প্রশ্ন দিয়েছি, কেউ করতে পারবে না। পকেটে টাকা পয়সা নেই ইঞ্জিনিয়ার হবে।' এই সময় পরীক্ষার হলের বাইরে দরজার কাছে দেখা মেলে কম্পাসের। তার থেকে সকলে ইশারায় সাহায্য চায়। সে প্রশ্ন পত্র চায় তাঁদের থেকে। একটি মেয়ে প্রশ্ন পত্র কাগজের উড়ো জাহাজ বানিয়ে ছুঁড়ে দেয় কম্পাসের দিকে।
আরও পড়ুন: প্রাক্তন শুভশ্রীকে পাশে নিয়েই প্রেমিকা রুক্মিণীর নামে পুজো দিলেন দেব! ভাইরাল ভিডিয়ো
আর তারপর বেলুন ফুলিয়ে সেই সব প্রশ্নের উত্তর লিখে বেলুন উডিয়ে জানলার কাছে পাঠিয়ে ওই সব পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তর লিখতে সাহায্য করে 'কম্পাস'। আর বলে, ‘দেখি আমি থাকতে তোদের কে পাশ করা থেকে আটকায়। বেলুন দেখবে আর লিখবে।’ আর তার এই সব কান্ড দেখে নেয় ওই কলেজের আর এক প্রফেসার। অর্থাৎ গল্পের নায়ক অর্কপ্রভ রায়।
তাঁকে দেখে বাচ্চাদের সঙ্গে কেক কাটতে শুরু করে ‘কম্পাস’। কিন্তু তাতে নায়ককে কোনও ভাবেই বোকা বানানো যায় না। সে উল্টে বলে, 'তুমি এখানে কী করছ?' কম্পাস তাকে জানায় বৈজ্ঞানিক গবেষণা করছিল সে। তখন প্রফেসার জানায় যে, সে সবটা বুঝতে পেরেছে। চিটিং করা ঠিক নয়। তা শুনে কম্পাস তাকে বলে, ‘এটা চিটিং নয় স্যার, যুদ্ধ। আসলে ইচ্ছে করে পরীক্ষার সব প্রশ্ন কঠিন করা হয়েছে।’ তারপর নায়কের দিকেই প্রশ্ন ছুঁড়ে দেয় কম্পাস। জানতে চায়, 'স্যার টাকা পয়সা নেই বলে কি ওঁরা পড়াশোনা করতে পারবে না?' তার কথা শুনে নায়ক 'কম্পাস'কেই পাল্টা প্রশ্ন করে তার নাম জানতে চায়। কম্পাস তা জানলে, প্রফেসর জানায়, ‘এই নামে তো কেউ কলেজে নেই।’