বুধবার সেমি ফাইনাল জিতে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। নিসন্দেহেই এ এক বিশেষ মুহূর্ত গোটা দেশের কাছে। ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড সেমিফাইনালের ম্যাচেও সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। আর সেই সময় গ্যালারি থেকে বরের উদ্দেশে অনুষ্কা শর্মার চুমু ছুঁড়ে দেওয়া সবাই দেখে ফেলেছেন। তবে মাঠে ভালোবাসা দেখিয়েই ক্ষান্ত হননি অভিনেত্রী, সঙ্গে আবার বেশ লম্বা একটা বার্তাও দিয়েছেন বরকে নিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে।
সেঞ্চুরির পর বিরাটের আইকনিক পোজের ছবি শেয়ার করে অনুষ্কা লিখলেন, ‘ভগবানই হচ্ছে আসল চিত্রনাট্যকর। ওঁকে ধন্যবাদ আমার জীবনে তোমার ভালোবাসা এনে দেওয়ার জন্য। সঙ্গে তোমার শক্তিশালী হওয়ার এই জার্নি প্রত্যক্ষ করার সুযোগ দেওয়ার জন্য। কীভাবে তুমি একের পর এক লক্ষ্য ছুঁয়ে চলেছ। শুধু নিজের জীবন নয়, খেলার প্রতিও তুমি একইভাবে সৎ। সত্যি অর্থেই তুমি ঈশ্বরের সন্তান।’
বিশ্বকাপের জার্নিতে অনুষ্কা সঙ্গে দিয়েছেন বিরাটের। বেশিরভাগ ম্যাচেই টিম ইন্ডিয়ার হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। যদিও খবর রয়েছে খুব জলদিই মা হতে চলেছেন তিনি দ্বিতীয়বার। আসছে ভামিকার বোন বা ভাই। ইতিমধ্যেই কালো শর্ট ড্রেস পরা অনুষ্কার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। যা ছিল বেঙ্গালুরুর হোটেলের।
বুধবার অনুষ্কা ছাড়াও মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা দেখতে এসেছিলেন আরও কিছু বলি-তারকা। যাদের মধ্যে ছিলেন শাহিদ কাপুর, মীরা রাজপুত, সিদ্ধার্থ মলহোত্রা, কিয়ারা আডবানি, রণবীর কাপুররা।
বিরাট এই ম্যাচে ভেঙে দিয়েছে সচীনের রেকর্ড। এই মুহূর্তে তিনিই প্রথম ব্যাটার যিনি ওডিআই ক্রিকেটে ৫০টা সেঞ্চুরি করলেন। আর যা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জানালেন শুভেচ্ছা। লিখলেন, ‘বিরাটকে তাঁর ৫০তম সেঞ্চুরির জন্য অনেক শুভেচ্ছা। এটি শুধু ৫০তম সেঞ্চুরি নয়, প্রতিভা ও কঠোর পরিশ্রমের প্রকৃষ্ট উদাহরণ। যা স্পোর্টসম্যানশিপকে চিনিয়ে দেয়।’
কাজের সূত্রে, বহুদিন সিনেমা আসেনি অনুষ্কা শর্মার কোনও। শেষ তাঁকে দেখা গিয়েছে ২০১৮ সালে জিরো ছবিতে। ২০২৪ সালে মুক্তির অপেক্ষায় রয়েছে অভিনেত্রীর স্পোর্টস বায়োপিক চাকদা এক্সপ্রেস। যা তৈরি হয়েছে মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীকে নিয়ে। ২০২২-এর শুরু থেকেই পুরো দমে কাজ শুরু করে দেন অনুষ্কা এই ছবির। ২০২২-এর ডিসেম্বরে শ্যুটও শেষ হয়ে গিয়েছে। আপাতত চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।
নিজেকে ঝুলন করে তোলার জন্য শিখতে হয়েছে ব্যাটিং-বোলিং। চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙেগড়ে নিতে কোনও কার্পন্য করেননি বিরাট-ঘরণী। ঝুলন-লুকে অনুষ্কাকে নিয়ে কম বিতর্ক হয়নি। বাংলা জানে না এমন নায়িকাকে কেন ঝুলেনর চরিত্রে বাছা হল, গায়ের রং মেকআপ দিয়ে কালো করা হল, এমন প্রশ্ন তুলেছে দর্শকদের বড় একটা অংশ। চাকদা এক্সপ্রেস মুক্তি পাবে নেটফ্লিক্সে।