নিস্তদ্ধ শহরে নেমেছে রাত। লং ড্রাইভে একা অনুপম রায়, আলো-আঁধারিতেই ছুটে চলেছ তাঁর গাড়ি। মাঝ রাতের গভীরতাকে ভেদ করে কেবল তাঁর গলায় ভেসে আসছে ‘নেই তুমি আগের মতো…'। ব্যাপার কী?
আসলে গায়কের নতুন মিউজিক ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। এসভিএফ মিউজিক গানটি এনেছে। এই গানের নানা দৃশ্য গায়ককে কখনও রাতের কলকাতার ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি ছোটাতে দেখা গিয়েছে, আবার কখন সুর তুলেছেন গিটারে।
আরও পড়ুন: ঠাকুমা আর নেই, চোখে জল নিয়েই শেষকৃত্যে এলেন নির্মলার নাতি- নাতনি অর্জুন, সোনম, জাহ্নবী, খুশি কাপুররা
তাঁর কথা ও সুর এই গানের প্রাণ দিয়েছে। গানটি মূলত, একটা মানসিক প্রবাহ। শান্ত, বিষণ্ণতায় ভরা গান। এই গান সম্পর্কের কথা বলে। যে সম্পর্ক থেকে গিয়েও, ছেড়ে গিয়েছে। সঙ্গে থাকলেও পাশে নেই। টুকরো টুকরো হয়ে গেছে শুরু অনুভূতিরা। কাছে মানুষের বদলে যাওয়ার ছবি যেন এই গানের ছত্রে ছত্রে জীবন্ত।
এই গানটা সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘কিলবিল সোসাইটি’তে শোনা গিয়েছে। সেখানে অবশ্য অনুপম নয়, বরং সোমলতা আচার্যর কন্ঠে এই গান শোনা যায়। ছবির সঙ্গে সামঞ্জস্য রেখে গানটি ‘কিলবিল সোসাইটি’র নায়িকা কৌশানী মুখোপাধ্যায় অর্থাৎ পর্দার 'পূর্ণা'-এর উপর গানটি চিত্রিত করা হয়। এই গানটিরও সুর ও কথা অনুপম রায়ের। এবার তা গায়কের কন্ঠে মুক্তি পেল।
গান প্রসঙ্গে অনুপম বলেন, ‘নেই তুমি আগের মতো, আমার অতি সম্প্রতি লেখা একটি গান। এটা একটা দুঃখের, মন ভাঙার গান, তার সঙ্গে মিশে আছে অনেকটা ক্ষোভ আর আক্ষেপ। কোরাসের সুর আমাকে তাড়িত করেছিল। আমি তার উপর ভিত্তি করে গানটি লিখেছিলাম। আমার একটা অসমাপ্ত গান ছিল এবং আমি এই নতুন গানটা তৈরি করতে আগের লেখা ওই গানের নানা অংশ মিলিয়ে মিশিয়ে নিয়েছি।’
গায়কের কথায়, ‘এই গানের থিমটা এমন মানুষদের নিয়ে যারা সম্পর্কে খুব সুখী ছিল। কিন্তু এখন দেখা যায় তাঁদের মধ্যে অনেক বদলে এসেছে। বদলে গিয়েছে তাঁদের সম্পর্কও। তারা এখন আর একে অপরের সেই চেনা মানুষটা নেই। এটা বর্তমানে প্রায়ই ঘটতে দেখা যায়। সম্পর্ক ভাঙতে দেখা যায়।’
তিনি আরও বলেন, 'গানটার ভাবনা পুরনো, তবে আজকের দৃষ্টিকোণ থেকে তা নতুন ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমি যে সংস্করণটি গেয়েছি, সেটারই একটা অন্য সংস্করণ ছবির জন্য গেয়েছেন সোমলতা। এই গানটা শোনার পর সৃজিত মুখোপাধ্যায়ও পছন্দ করেন এবং তারপর এটা কিলবিল সোসাইটিতে ব্যবহার করা হয়।'