গত ১৮ জুলাই বড় পর্দায় মুক্তি পেয়েছিল ‘সাইয়ারা’, যে ছবি নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। তবে অনেকেই জানে না ওই একই দিনে মুক্তি পেয়েছিল অনুপম খের প্রযোজিত এবং পরিচালিত ছবি ‘তানভি দ্যা গ্রেট’। বক্স অফিসে এর আগেও দুটি ছবি একই দিনে মুক্তি পাওয়ার ঘটনা ঘটেছে, কিন্তু এবার যা ঘটল তা যেন একেবারে অবিশ্বাস্য।
একই দিনে দুটি ছবি মুক্তি পেলে একটি ছবি অন্যটিকে ছাপিয়ে যাবে, এ কথা তো সকলেরই জানা। কিন্তু ‘সাইয়ারা’ মুক্তি পাওয়ায় একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যায় প্রবীণ অভিনেতার ছবি ‘তানভি’। প্রায় দু দশক বাদে পরিচালকের আসনে বসে সকলের থেকে প্রশংসা করলেও বক্স অফিস থেকে তেমন লক্ষ্মীলাভ হল না অনুপম খেরের।
আরও পড়ুন: মায়ের পর এবার বাবা! হৃতিকের ‘ওয়ার ২’ গানের তালে তালে নাচলেন রাকেশ রোশন
আরও পড়ুন: 'তাদের আমন্ত্রণই জানানো...', শো বয়কটের দাবি জানানো তারকাদের একহাত নিলেন রণবীর
তবে এই অসফলতায় বিন্দুমাত্র ভেঙে পড়েন নি অনুপম। তিনি যে কতখানি অভিজ্ঞ মানুষ, সেটা তাঁর প্রত্যেকটি কথায় ফুটে উঠেছে। নিজের ছবি এত বড় ব্যর্থতা সত্বেও হাসিমুখে অনুপম বলেন, ‘টাকাটাই সব নয়। কয়েক বছর বাদে যখন দর্শকদের প্রিয় পাঁচটি ছবির নাম বলতে হবে তখন বাণিজ্যিকভাবে সফল ছবিগুলির নাম উঠে আসবে না, উঠে আসবে সেই সমস্ত ছবির নাম যেগুলি তাঁদের মনে থেকে যাবে।’
বক্স অফিস নিয়ে প্রবীণ অভিনেতা তথা পরিচালকের মন্তব্য, ‘টাকাটাই যদি সবকিছু হতো তাহলে সকালে পাঁচ তারা হোটেলেই খেতে যেত, কেউ আর রাস্তার ধারে খাবার খেতে যেত না। এই সিনেমায় অভিনয় করার জন্য কেউ এক টাকা পারিশ্রমিক নেননি, আমার কাছে এটাই সবথেকে বড় কথা।’
আরও পড়ুন: ভাষা বিতর্কের মধ্যেই মুক্তি পেল ‘রক্তবীজ ২’ ছবির গান, মিলেমিশে একাকার দুই বাংলা
আরও পড়ুন: প্রকাশ্যে SST বেঙ্গল- এর প্রমো, শুধু রুকমা নন, ধারাবাহিকে দেখা যাবে এই নায়িকাকেও
অনুপম সবশেষে বলেন, ‘থিয়েটারের বাইরে এক মহিলার সঙ্গে সম্প্রতি আমার দেখা হয়, যিনি আমায় শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেন, একটা অসাধারণ ছবি দেখলেন তিনি। এটাই আমার কাছে সফলতা। যারা বোঝার তাঁরা নিশ্চয়ই বুঝবেন এই ছবির মানে।’
প্রসঙ্গত, অনুপম খের ছাড়া ছবিতে অভিনয় করেছেন ইয়ান গ্লেন, জ্যাকি শ্রফ, পল্লবী জোশী, অরবিন্দ স্বামী। এই ছবিটি বক্স অফিসে মাত্র ২.৫২ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে।