এদিকে আবার বক্স অফিসে ভিকি কৌশল অভিনীত মেঘনা গুলজারের ছবি ‘স্যাম বাহাদুর’-এর মুখোমুখি হতে চলেছে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’। তথ্য বলছে, রণবীরের ছবি ভিকি কৌশলের ছবিকে যথেষ্ট ছাপিয়ে। ভিকির ছবির টিকিট বিক্রি হয়েছে ১৫ হাজারেরও কম৷
ভিকি-রণবীর
মুক্তির আগে থেকে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ নিয়ে উত্তেজনা তুঙ্গে। ফিল্ম সমালোচকদের আশা মুক্তির দিনই ছবির ব্যবসা ৫০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। শনিবার থেকে শুরু হয়েছে ছবির অগ্রিম টিকিট বুকিং। প্রাথমিকভাবে মনে হচ্ছে ফিল্ম সমালোচকদের ভবিষ্যৎবাণীই সত্যি হতে চলেছে। ‘অ্যানিম্যাল’ ছবিটি রণবীর কাপুর ও সন্দীপ রেড্ডি ভঙ্গা দুজনের কেরিয়ারেই বড় পদক্ষেপ হতে পারে।
Sacnilk.Com-এর রিপোর্ট বলছে, অ্যানিম্যাল ছবিটি ইতিমধ্যেই দেশীয় বাজারে একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। এই ছবির ৬, ০৩৬টি শো জুড়ে মোট ২,০৯,৯৮৬ টি টিকিট বিক্রি হয়েছে। যা থেকে আয় হয়েছে ৬.৪২ কোটি টাকা। অ্যানিম্যাল-এর হিন্দি সংস্করণটির ১,৭৬,১৯২ টি টিকিট বিক্রি হয়েছে, যা থেকে ৫.৮৭ কোটি টাকা উঠে এসেছে। তেলুগু সংস্করণের ৩৩,৪৫৩ টি টিকিট বিক্রি হয়েছে, আয় হয়েছে ৫৪ লক্ষ টাকা। আর তামিল সংস্করণের ৩৪১ টি টিকিট বিক্রি হয়েছে যা থেকে আয় হয়েছে ৩২,৭৪০ টাকা)। জানা যাচ্ছে দিল্লি ও তেলেঙ্গানা অঞ্চলে সবথেকে বেশি 'অ্যানিম্যাল'-এর টিকিট বিক্রি হয়েছে। যা থেকে প্রযোজকদের ঘরে এসেছে যথাক্রমে ১.৫১ কোটি এবং১.২৩ কোটি টাকা।
মূলত বলিউড অভিনেতা হলেও দক্ষিণের বাজারে রণবীর কাপুরের বড় প্রভাব রয়েছে বলে মনে করা হয়। কারণ, দক্ষিণেও রণবীর কাপুরের বহু ছবি বেশে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। মনে করা হচ্ছে, রণবীর অভিনীত রাজকুমার হিরানি পরিচালিত ছবি ‘সঞ্জু’কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে 'অ্যানিম্যাল'।