বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন বর্তমানে তার টেলিভিশন শো 'কৌন বনেগা ক্রোড়পতি'-র ১৭তম সিজন উপস্থাপনা করছেন। খেলার ফাঁকে ফাঁকে বরাবরই নিজের ব্যক্তিগত জীবনের নানা দিক তুলে ধরতে দেখা যায় বিগ বি-কে। এবার যেমন তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে কথা বলেছেন – কেন তিনি রাজনীতি ছেড়েছিলেন। অমিতাভের এই ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে। রাজনীতি ছাড়া নিয়ে অমিতাভ বচ্চন বলেছেন, ‘আমি অত্যন্ত আবেগের সাথে রাজনীতি ছেড়েছিলাম। আমার জন্মস্থান ইলাহাবাদ (বর্তমান প্রয়াগরাজ)। সেখানকার মানুষ আমাকে অনেক ভালোবাসত। আমি ভোট পেয়েছিলাম এবং নির্বাচনে জিতেছিলাম। কিন্তু সেখানে কয়েকদিন কাটানোর পর আমি বুঝতে পেরেছিলাম এটা খুবই কঠিন কাজ। আপনাকে এদিকে দেখতে হবে, ওদিকে দেখতে হবে, ওদিকে শুনতে হবে, এর উত্তর কীভাবে দেওয়া যাবে, এটা কীভাবে করা যাবে – এটা খুবই কঠিন।’তার বছর দুয়েকের সংক্ষিপ্ত রাজনৈতিক জীবনে তিনি আসল ভারত সম্পর্কে জেনেছেন বলে জানান অমিতাভ। বলেন, ‘আসল জীবন গ্রামে বাস করে। কিন্তু আমি আপনাকে বলব, সেই সময় আমার যে অভিজ্ঞতা হয়েছিল, সেই দুই বছর আমি যেখানে কাটিয়েছি, সেটা আমার জন্য অমূল্য ছিল। কারণ ভারতের আসল জীবন আমাদের অভ্যন্তরীণ গ্রামগুলিতে বাস করে। এখান থেকে আমি জেনেছি সেখানকার মানুষ কীভাবে বাস করে, কী করে। এবং যখনই কেউ নির্বাচনে আসে, তখন তারা অনেক সম্মান প্রদর্শন করে। তারা তাদের নিজস্ব উপায়ে সম্মান প্রদর্শন করে। আমার সঙ্গেও এমন হয়েছে।’ইন্দিরা গান্ধীর হত্যার পর ১৯৮৪ সালে অমিতাভ কংগ্রেস দলে যোগদান করেছিলেন। সেই বছরই তিনি ইলাহাবাদ থেকে লোকসভা নির্বাচনে লড়াই করে জিতেছিলেন। ১৯৮৭ সালে বোফোর্স ঘোটালার সঙ্গে জড়িত হওয়ার পর তিনি রাজনীতি ছেড়ে দেন।