
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
যৌথ পরিবারের আদর্শে বিশ্বাসী অমিতাভ ও তাঁর পুত্র। সেই কারণেই বিয়ের পরেও বাবা-মা'র সঙ্গে এক ছাদের নীচেই থেকেছেন অভিষেক-ঐশ্বর্য। ১৭ বছরের দাম্পত্য দুজনের। কিন্তু গত এক বছর ধরেই বচ্চন পরিবারে ভাঙনের খবর উঠে এসেছে সংবাদ শিরোনামে। এর পিছনে দায়ী করা হয়েছে জয়া ও শ্বেতাকে। শাশুড়ি-ননদের সঙ্গে বনিবনা না হওয়াতেই নাকি ‘জলসা’ ছেড়েছেন রাই সুন্দরী। আরও পড়ুন-‘বউয়ের কথা শুনেই চলতে হবে…’, ডিভোর্স চর্চার মাঝেই দাম্পত্য নিয়ে বড় মন্তব্য অভিষেকের
সম্প্রতি অভিষেকের সঙ্গে অন্য নায়িকারও নাম জড়িয়েছে। বউমা, আরাধ্যাকে জন্মদিনে শুভেচ্ছা না জানানোয় প্রশ্নবাণে বিদ্ধ হয়েছেন অমিতাভ। এর মাঝেই সোশ্যালে অমিতাভের নতুন পোস্ট ঘিরে হইচই।
এদিন এক্স হ্যান্ডেলে অমিতাভ লেখেন, ‘চুপ’। সঙ্গে রাগী মুখের ইমোজি জুড়ে দেন। ভক্তরা বচ্চনের এই পোস্ট অনুধাদনের চেষ্টা করেন। কেন হঠাৎ রেগে গেলেন শাহেনশা? এমন প্রশ্ন উপচে পড়ে পোস্টে। তারপর অমিতাভ আরও একটি পোস্ট করেন। তাতে হিন্দিতে লেখা- ‘চুপ চাপ, চিড়ি কা বাপ’। এই হিন্দি প্রবাদের অর্থ হল- ‘আপনি কথা বলার জন্য খুব নগণ্য’। যা দেখে ভক্তরা আরও বিভ্রান্ত হয়ে পড়ে।
এক অমিতাভ ভক্ত লিখেছেন, ‘আপনার টুইটে গভীর হতাশা প্রতিফলিত হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে যে কেউ হয়তো কিছু ভুল করেছে। কখনও কখনও, নীরবতা শব্দের চেয়ে শক্তিশালী বার্তা বহন করে। আশা করছি সবকিছুর ইতিবাচক সমাধান হবে।’ আরেক ভক্ত প্রশ্ন করেন, ‘স্যার সবকিছু ঠিকঠাক আছে তো?’
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে বচ্চনদের সঙ্গে দেখা যায়নি ঐশ্বর্য-আরাধ্যাকে। যা স্পষ্ট জানিয়েছিল ভাঙনের সুর স্পষ্ট। অমিতাভ বচ্চন, তাঁর স্ত্রী জয়া বচ্চন, ছেলে অভিষেক, মেয়ে শ্বেতা, নাতি অগস্ত্য নন্দা এবং নাতনি নভ্যা নাভেলি একসঙ্গে হাজির হয়েছিলেন। মেয়ে আরাধ্যাকে আলাদাভাবে অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে দেখা গিয়েছিল অ্যাশকে।
গত ১৭ই নভেম্বর ছিল অভিষেক-ঐশ্বর্যর একমাত্র কন্যা আরাধ্যার জন্মদিন। মেয়ের জন্মদিনে কোনও শুভেচ্ছা জানাননি অভিষেক, সোশ্যালে বেজায় অ্যাক্টিভ অভিতাভের তরফেও কোনও বার্তা পাননি আরাধ্যা। ঐশ্বর্যকেও জন্মদিনের শুভেচ্ছা জানাননি অভিষেক। ফলে দুয়ে দুয়ে চার করে ভক্তরা। ২০০৭ সালে প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্যর সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিষেক। ২০১১ সালের ১৬ নভেম্বর তাঁদের একমাত্র কন্যা সন্তান আরাধ্যা বচ্চনের জন্ম হয়। চলতি বছর আরাধ্যার জন্মদিনে অভিষেক হাজির থাকলেও ঐশ্বর্যর পোস্টে তাঁর জায়গা হয়নি।
শেষবার রজনীকান্ত, ফাহাদ ফাসিল ও রানা দাগ্গুবতির সঙ্গে ভেট্টাইয়াঁ ছবিতে দেখা গিয়েছিল অমিতাভকে। সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। বর্তমানে কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি) ১৬-সঞ্চালনা নিয়ে ব্যস্ত বিগ বি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports