বাংলা নিউজ > বায়োস্কোপ > Swini Khara Marriage: গাঁটছড়া বাঁধলেন চিনি কম খ্যাত সুইনি খারা, পাত্র কে চেনেন?
পরবর্তী খবর
Swini Khara Marriage: গাঁটছড়া বাঁধলেন চিনি কম খ্যাত সুইনি খারা, পাত্র কে চেনেন?
1 মিনিটে পড়ুন Updated: 28 Dec 2023, 09:28 AM ISTSubhasmita Kanji
Swini Khara Marriage: বিয়ে করলেন চিনি কম ছবির শিশুশিল্পী সুইনি খারা। বিয়ের পরই প্রকাশ্যে আনলেন সেই ছবি এবং ভিডিয়ো।
গাঁটছড়া বাঁধলেন সুইনি খারা
২০০৭ সালে মুক্তি পেয়েছিল চিনি কম। সেই ছবিতে অমিতাভ বচ্চন, টাবু, পরেশ রাওয়ালের সঙ্গে ছিল একজন শিশুশিল্পী, সুইনি খারা। চিনি কমের সেই 'সেক্সি' বিয়ে সারলেন এদিন। চলতি বছরের মার্চেই বাগদান করে রেখেছিলেন, এবার বাঁধলেন গাঁটছড়া। সোশ্যাল মিডিয়ায় বিয়ের সেই ছবি ভিডিয়ো প্রকাশ্যে আনলেন তিনি।
উর্ভিস দেশাইকে বিয়ে করলেন সুইনি খারা
২৬ ডিসেম্বর, মঙ্গলবার রাজস্থানের জয়পুরে উর্ভিস দেশাইয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন চিনি কমের অভিনেত্রী সুইনি খারা। সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রামে তাঁদের বিয়ের সেই ভিডিয়ো এডিট করে পোস্ট করেছেন। সুইনির পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে তিনি হাসিমুখে বরের দিকে এগিয়ে আসছেন, তারপর তাঁরা একে অন্যের হাত ধরে ছাদনাতলায় আসেন বাঁধেন গাঁটছড়া। তাঁদের সাতপাক থেকে সিঁদুরদান সহ সমস্ত কিছুর মুহূর্তে উঠে এসেছে এই ভিডিয়োতে। তাঁদের বিয়ের এই ভিডিয়োর নেপথ্যে বাজছে পদ্মাবৎ ছবির এক দিল হ্যায় এক জান হ্যায়। অভিনেত্রী এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'আশীর্বাদ এবং অনেক ভালোবাসা।'