ছবিতে Baby Bump স্পষ্ট, অনুষ্কা লিখেছেন, ‘সময় চলে যায়…নিজেকে তাই বদলে ফেলত হয়, এবার পরিবর্তনের সময় এসেছে।’ ফোনের ব্রান্ডের নাম নিয়ে লিখেছেন, ‘এটার সঙ্গে যখন নিজেকে বদলাতে পারবেন, তাহলে কেন স্থির থাকবেন!’
বিরাট-অনুষ্কা
দ্বিতীয়বারের জন্য বাবা-মা হতে চলেছেন বিরাট-অনুষ্কা! বলিপাড়ায় এ গুঞ্জন বহুদিন ধরেই শোনা যাচ্ছে। যদিও এবিষয়ে ‘বিরুষ্কা’ প্রকাশ্যে কিছুই জানাননি। তবে এনিয়ে চর্চা চলছেই। এসবের মাঝেই বেবিবাম্পের ছবি শেয়ার করলেন অনুষ্কা শর্মা। একটি ফোন ব্র্যান্ডের প্রচারে Baby Bump-এর ছবি সামনে এনেছেন বিরাটঘরণী।
অনুষ্কার পোস্টে তাঁর দুটি ছবি রয়েছে। একটিতে জিন্সের স্কার্ট, শার্ট আর ব্লেজার পরা একটা ছবি। চোখ বন্ধ করে ফোন হাতে বসে রয়েছেন বিরাটঘরণী। আরও একটি ফ্রেমে কালো পাতলা একটা গাউন পরে একইভাবে চোখ বন্ধ করে বসে থাকতে দেখা যাচ্ছে অনুষ্কাকে। তাঁর হাতে একইরকম ফোন। আর ওই ছবিতে অনুষ্কার Baby Bumpস্পষ্ট। তবে এখানে অনুষ্কা বুদ্ধিমত্তার সঙ্গে ভামিকার জন্মের সময়ের বেবিবাম্পের ছবিই পোস্ট করেছেন। আর তাতে দ্বিতীয়বার মা হওয়ার ইঙ্গিত দিলেও, কিছুটা ধোঁয়াশা জিইয়ে রেখেছেন।
অনুষ্কা যেভাাবে পোস্ট করেছেন, তাতে তিনি ফোনে ছবি তুলে পুরনো স্মৃতিকে জিইয়ে রেখেছেন। আর ক্যাপশানে লিখেছেন, ‘সময় চলে যায়…নিজেকে তাই বদলে ফেলত হয়, এই সময়টা এবার পরিবর্তনের সময় এসেছে।’ ফোনের ব্রান্ডের নাম নিয়ে লিখেছেন, ‘এটার সঙ্গে যখন নিজেকে বদলাতে পারবেন, তাহলে কেন স্থির থাকবেন!’ তবে নেটনাগরিকদের দাবি, অনুষ্কা এভাবেই দ্বিতীয়বার মা হতে চলার ইঙ্গিত দিয়েছেন।