আর একসঙ্গে নেই অর্জুন-মালাইকা! গত কয়েক দিন ধরেই এই চর্চায় সরগরম বলিউড। ৬ বছরের সম্পর্কে নাকি ইতি টেনেছেন তারকা জুটি। দুজনের বয়সের ফারাক, মালাইকার ডিভোর্সি স্টেটাসের জেরে দুজনের সম্পর্ক শুরু থেকেই রয়েছে লাইমলাইটে। আরও পড়ুন-মালাইকা-অর্জুনের ৬ বছরের প্রেম ভাঙল! বয়সের ফারাকই কি বাধা হল বিয়েতে?
বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই অর্জুনের নতুন সোশ্যাল মিডিয়া পোস্ট ভক্তদের চিন্তা বাড়াল। এদিন ইনস্টাগ্রামে মে মাসে কাটানো একাধিক মুহূর্তের ছবি পোস্ট করেন অর্জুন। সেখানেই একটি সাদাকালো ছবিতে মেডিক্যাল সেন্টারের বিছানায় শুয়ে থাকতে দেখা গিয়েছে অর্জুনকে, তাঁর হাতে স্যালাইনের চ্যানেল। কী কারণে আইভি ড্রিপ (ইন্ট্রাভেনাস থেরাপি) চলছে? তাহলে কি অর্জুন অসুস্থ?
অস্ট্রিয়ার এক মেডিক্যাল হেলথ রিসর্টের ছবি শেয়ার করেছেন অর্জুন। তবে চিন্তার কোনও কারণ নেই। ছবিতে অর্জুনের ঠোঁটে হাসির ঝিলিক স্পষ্ট। আসলে আই-ভি চ্যানেলের মাধ্যমে নাকি ভিটামিন থেরাপি চলছিল অভিনেতার। ব্লাডস্ট্রিমে সরাসরি ভিটামিন ও মিনারেলস-এর বৃদ্ধির জন্য এই ধরণের থেরাপির সাহায্য নেওয়া হয়, অসুস্থ নন অর্জুন।
রোহিত শেট্টির সিংহম এগেন-এর শ্যুটিং সদ্য শেষ করেছেন অর্জুন। এখন মুম্বইতেই রয়েছেন অভিনেতা। দু-দিন আগে মুম্বইয়ের এক ক্লিনিকের বাইরেও ফ্রেমবন্দি হন অভিনেতা। তবে এই পোস্টে মে মাসে অস্ট্রিয়ার মেডিক্যাল সেন্টারে কাটানো কিছু সুন্দর ফ্রেমবন্দি মুহূর্ত ইনস্টাগ্রামে তুলে ধরেছেন অর্জুন।
অর্জুনের পোস্টে অনেকের জানতে চেয়েছেন, 'সব ঠিক আছে? আপনি কেমন আছেন তো?’ অনেকে আবার অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
সূত্র জানাচ্ছে, ‘অর্জুন-মালাইকার সম্পর্কটা খুব বিশেষ। পরস্পরের হৃদয়ে একটা বিশেষ জায়গা আজও রয়েছে। তবে নিজেদের পথ আলাদা করার সিদ্ধান্ত নিয়েছেন দুজনে, এবং এই ব্যাপারে সম্মানের সঙ্গে নীরবতা বজায় রাখতে চান তাঁরা। এই সম্পর্কে কাদা ছেঁটানোর অধিকার কাউকে দিতে না-রাজ তাঁরা’।
তাঁদের সম্পর্কের বয়স প্রায় ছয় বছর। আরবাজ খানের সঙ্গে দাম্পত্যে ইতি টানতে না টানতেই ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে প্রণয় ডোরে বাঁধা পড়েন মালাইকা আরোরা। ঘটনাচক্রে অর্জুনের প্রাক্তন বান্ধবী অর্পিতা খান (এখন শর্মা)-র প্রাক্তন বৌদি মালাইকা। বয়সের ফারাক, মালাইকার ডিভোর্সি স্টেটাস কোনওকিছুই বাধ সাধেনি এই জুটির প্রেম কাহানিতে। গড়গড়িয়ে এগিয়েছে তাঁদের সম্পর্কের চাকা। কিন্তু হঠাৎ করেই নাকি ছন্দপতন।
বছর দুয়ের আগেও একবার দুজনের বিচ্ছেদের খবর ছড়িয়েছিল, সেইসময় প্রকাশ্যে সেই চর্চাকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন অর্জুন। এবার খানিকটা নিরুত্তাপ তিনি। মালাইকার ম্যানেজার গোটাটাই মিথ্যা রটনা বলে উড়িয়ে দিলেও শনিবার ইনস্টাগ্রামে রহস্যজনক বার্তা শেয়ার করেন অর্জুন। তাতে লেখা ছিল, ‘আমাদের জীবনকে আমরা দু’ভাবে বেছে নিতে পারি। এক, আমরা আমাদের অতীতে বন্দী হয়ে থাকতে পারি, নয়ত ভবিষ্যতে নতুন সম্ভাবনার সন্ধান করতে পারি।'
তবে কি সত্যি মালাইকাকে ছাড়াই নিজের ভবিষ্যত সাজানোর কথা ভাবছেন অর্জুন? জবাব মিলবে খুব শিগগির।