বাংলা নিউজ > বায়োস্কোপ > Uorfi Javed: উরফিকে অনুকরণ আমেরিকান ডিজিটাল ক্রিয়েটরের, তুমুল ভাইরাল ভিডিয়ো
পরবর্তী খবর
Uorfi Javed: উরফিকে অনুকরণ আমেরিকান ডিজিটাল ক্রিয়েটরের, তুমুল ভাইরাল ভিডিয়ো
1 মিনিটে পড়ুন Updated: 26 May 2023, 10:20 AM ISTPriyanka Bose
একটা সময় উরফিকে ফিরিয়ে দিতেন নামী ফ্য়াশন ডিজাইনাররা। এখন ফ্যাশন দুনিয়ায় বাজার উরফির। নামীদামী পোশাকশিল্পীর হয়ে ব়্যাম্পে হাঁটেন তিনি। তাঁর ফ্য়াশন সেন্সও ফলো করেন অনেকেই। একজন আমেরিকান কন্টেন্ট ক্রিয়েটর উওরফির একটি লুক পুনরায় তৈরি করেছেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ার পাতায়।
উরফিকে অনুকরণ আমেরিকান ডিজিটাল ক্রিয়েটরের
বিতর্কের আরেক নাম উরফি জাভেদ। তাঁর নিত্যনতুন কাটাফাটা ফ্য়াশন নিয়ে চর্চা সর্বত্র। উরফি প্রথম লাইমলাইটে আসেন বিগ বস ওটিটি দিয়ে। স্প্লিটসভিলাতেও হাজির হয়েছিলেন তিনি।
ঝিনুক, সুতো, কাচ, ফুল থেকে আরও নানা জিনিস দিয়ে পোশাক বানিয়ে লাইমলাইটে আসেন উরফি। সাহসী পোশাক কিংবা কিছু না পরেও ক্যামেরার সামনে সাবলীল ভাবেই ফটোশ্যুট করতে পারেন। দিনরাত উরফির পিছনে ছুটছেন পাপারাৎজ্জি। পোশাকের কারণে নানা সময় সমালোচনার মুখেও পড়েন তিনি।
একটা সময় উরফিকে ফিরিয়ে দিতেন নামী ফ্য়াশন ডিজাইনাররা। এখন ফ্যাশন দুনিয়ায় বাজার উরফির। নামীদামী পোশাকশিল্পীর হয়ে ব়্যাম্পে হাঁটেন তিনি। তাঁর ফ্য়াশন সেন্সও ফলো করেন অনেকেই। একজন আমেরিকান কন্টেন্ট ক্রিয়েটর উওরফির একটি লুক পুনরায় তৈরি করেছেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ার পাতায়। আরও পড়ুন: হলিউড তারকাদের সঙ্গে সময় কাটাচ্ছেন আদর পুনাওয়ালার বউ, রূপের প্রশংসাও সর্বত্র
আমেরিকার এক ডিজিটাল ক্রিয়েটর চ্যাং হি কিম উরফির সাজকে অনুকরণ করেছেন। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই চলছে চর্চা। এমনকি জিনসের ওই পোশাক পরে ঘরে ক্যাটওয়াক করেছে সে। চ্যাং ভিডিয়োটি শেয়ার করে লিখেছেন, ‘আমার বিড়ালেরও এই পোশাক পছন্দ হয়নি।’