প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে মানহানির মামলায় জয় হয় হলিউড অভিনেতা জনি ডেপের। আদালতের নির্দেশ অনুযায়ী ডেপকে ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে অ্যাম্বারকে। মামলায় হেরে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দেওয়া ছাড়া আর কোনও উপায় নেই ‘অ্যাকোয়াম্য়ান’ অভিনেত্রীর। এরপরই নেটমাধ্যমে দীর্ঘ পোস্ট করে জনির বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার কথা ঘোষণা করলেন অ্যাম্বার।
জনির বিরুদ্ধে মামলা লড়তে গিয়ে নিজেকে নিঃশেষ করে ফেলেছেন অ্যাম্বার। জানিয়েছেন, তাঁর সব সঞ্চয় শেষ। অভিনেত্রী অ্যাম্বার হার্ড নেটমাধ্যমে দীর্ঘ পোস্টে জানিয়েছেন, ‘প্রাক্তন স্বামীর বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলার নিষ্পত্তির জন্য আমি অনেক চিন্তাভাবনা করেছি। এ বার এক কঠিন সিদ্ধান্ত নিয়েছি। প্রথমেই জানিয়ে রাখি, আমি এ পথে আসতে চাইনি। শুধু নিজের সত্যরক্ষা করতে আইনি সাহায্য নিয়েছিলাম।'
আরও পড়ুন: লন্ডনে সার্কাস দেখা, রাইড করা, জন্মদিনে জমজমাট প্ল্যান তৈমুরের, ফাঁস করলেন সইফ
পোস্টে আরও যোগ করেছেন, ‘আর এটা করতে গিয়েই আমার জীবন শেষ হয়ে গিয়েছে। নেটদুনিয়ায় আমি যে অপমানের মুখোমুখি হয়েছি, যা আধুনিক যুগে নারীদের প্রতি নির্মমতার নতুন সংস্করণ। এখনও এসবকিছু থেকে নিজেকে মুক্ত করার সুযোগ আছে, যা আমি ছয় বছর আগে ছেড়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। কিছু শর্তে আমি সম্মতি জানাতে পারি।’