অভিনেত্রী আলিয়া ভাট এবং আকাঙ্ক্ষা রঞ্জন কাপুরের সমুদ্র ভ্রমণের ছবি কেড়ে নিল নেটপাড়ার মন। তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন আলিয়ার মা সোনি রাজদানও। যা এই ট্যুরকে আরও বিশেষ করে তুলেছিল।
আকাঙ্ক্ষা সম্প্রতি তাদের ভ্যাকেশনের কিছু ঝলক শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়াতে। তিনি তার পোস্টে ক্যাপশন দিয়েছেন, ‘Oops, we did it again।’ পোস্টটিতে আকাঙ্খা ও আলিয়ার একাদিক মিষ্টি মুহূর্ত ধরা পড়ে। ছিলেন ট্যুর আকাঙ্খার মা-ও। আলিয়া, তাঁর মা সোনি রাজদান এবং আকাঙ্ক্ষা ও তাঁর মা অনুর সঙ্গে একটি গ্রুপ ফোটোও আছে।
সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা ছবিগুলো পছন্দ করেছেন। একটি মন্তব্যে লেখা ছিল, ‘বাহ কি ভালো লাগছে’! আরেকজন লেখেব, ‘আলু ইজ লুকিং গর্জিয়াস’। অন্য একটি কমেন্টে জানতে চাওয়া হয়, রাহা সঙ্গে ছিল আলিয়ার, নাকি রণবীরের সঙ্গে মুম্বইতে!
‘কাঞ্চিকে (আকাঙ্ক্ষা) আমি খুব ভরসা করি। কেউ তাঁর কাছে আমার সম্পর্কে খারাপ কিছু বলতে পারে না। আমরা একসঙ্গে অনেক সময় কাটাতে পারি না, কিন্তু আমাদের বোঝাপড়া গভীর। সে খুবই বসি এবং আমার মেকআপ করে দিতে ভীষণ পছন্দ করে।’, প্রিয় বন্ধুকে নিয়ে বলেছিলেন মহেশ-কন্যা এক সাক্ষাৎকারে।
আর আকাঙ্খা বন্ধবী আলিয়া সম্পর্কে বলেছিলেন, ‘আলি তাঁর শৈশব থেকেই মানসিকভাবে খুব বিকশিত। সব বাস্তব জীবনের সমস্যায়, আমাকে কখনো থেরাপিস্টের কাছে যেতে হয়নি। সে আমার গো-টু ব্যক্তি। লোকেরা বলতে পারে ‘ও ব্যস্ত’, কিন্তু আমার জন্য ও সবসময় আছে। যে সবসময় আমার জন্য নিঃশর্তভাবে উপলব্ধ।’
আলিয়াকে কাজের সূত্রে এরপর দেখা যাবে আলফায়। শিব রাওয়াল পরিচালিত আলফা যশ রাজ ফিল্মসের গুপ্তচর ইউনিভার্সের একটি অংশ হতে চলেছে এবং ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা। এছাড়াও আলিয়ার হাতে রয়েছে সঞ্জয় লীলা বনশালির লাভ অ্যান্ড ওয়ার। যেখানে তিনি দ্বিতীয়বার রণবীর কাপুরের সঙ্গে কাজ করবেন। এই সিনেমায় রয়েছেন ভিকি কৌশলও।