
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বাংলা সারেগামাপা থেকে খ্যাতি অর্জন করেন। পরে হিন্দি সারেগামাপায় গিয়ে বিজয়ী হন অ্যালবার্ট কাবো। কিন্তু এত সাফল্যের মাঝেও দুঃখের কালো মেঘ ঘনিয়েছিল তাঁর জীবনে। হারিয়েছিলেন আট মাসের মেয়ে এভিলিনকে। আবারও মেয়ের বাবা হয়েছেন তিনি। আলাপ করালেন কন্যার সঙ্গে।
এদিন অ্যালবার্ট কাবো তাঁদের পরিবারের একটি ছবি পোস্ট করেন। সেখানে তাঁকে একটি সাদা রঙের টিশার্ট এবং কালো জিন্স পরে থাকতে দেখা যাচ্ছে। কোলে তাঁর মেয়ে। একরত্তির পরনে পিচ রঙের পোশাক। পাশে দাঁড়িয়ে কাবোর ঘরণী পূজা। তিনি পরে আছেন লাল কুর্তি এবং কালো প্যান্ট। পিছনে দেখা যাচ্ছে পাহাড় এবং আঁকা বাঁকা রাস্তা।
পরিবারের এই ছবি পোস্ট করে অ্যালবার্ট কাবো লেখেন, 'মেয়ের বাবা বা মা হওয়ার অর্থ হচ্ছে সুন্দর কিছুর অংশ হওয়া। আপনিও ওকে ভালোবাসবেন আর ওর ভালোবাসাও আপনার জন্য অফুরান হবে। এবং সেটা কখনই শেষ হবে না যাই হয়ে যাক না কেন। আমার জীবনের সেরা সময়টা কাটাচ্ছি। আমি খুব ভাগ্যবান যে আমি তোমাদের দুজনকে পেয়েছি। সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানানোর জন্য।'
প্রসঙ্গত বাংলা সারেগামাপায় নজর কাড়ার পর এবং সেই শো শেষ হওয়ার পরই মেয়েকে হারান কাবো। ভেঙে পড়েন ভীষণ ভাবে। তখন তাঁর স্ত্রী তাঁর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। পূজার কথাতেই যান হিন্দি সারেগামাপায়। সেখানে বিজয়ী হয়ে ফিরে আসেন তিনি। সম্প্রতি তাঁকে বাংলা সারেগামাপায় অতিথি পারফর্মার হিসেবে দেখা গিয়েছে।
আরও পড়ুন: উৎসবে নেই, বিয়ের পর প্রথম দশমীতে সিঁদুর খেললেন সোহিনী! শোভনের সঙ্গে ঘরোয়া আড্ডায় গাইলেন গানও
এদিন অ্যালবার্ট কাবো এই ছবি পোস্ট করতেই অনেকে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। আবার মেয়ে হওয়ার জন্য অনেকে মনে করেছেন এভিলিন আবার হয়তো নতুন রূপে ফিরে এসেছে ওদের কাছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports