গত শনিবার ১২ অক্টোবর মুম্বইতে গুলি করে হত্যা করা হয় বাবা সিদ্দিকিকে। তাঁর এই আকস্মিক প্রয়াণের পর তাঁর সঙ্গে জড়িত নানা ঘটনা, স্মৃতির কথা ফিরে ফিরে আসছে। রাজনীতি এবং বলিউডে তাঁর অবদানের কথা সকলেই মনে করছেন। একই সঙ্গে মনে করছেন আরও এক ঘটনার কথা। শাহরুখ এবং সলমনের ঝামেলাও মিটিয়েছিলেন তিনি। কিন্তু সেই ক্রেডিট মোটেই নিজে নিতে চাননি।
শাহরুখ-সলমনের ঝামেলা প্রসঙ্গে কী বলেছিলেন বাবা সিদ্দিকি?
মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি যে কেবলই একজন দক্ষ রাজনীতিক ছিলেন সেটাই নয়, তিনি দারুণ জনপ্রিয় ছিলেন তাঁর ইফতার পার্টির জন্যেও। সেখানে বলিউডের নামী দামী অভিনেতা অভিনেত্রীদের হাজির থাকতে দেখা যায়। আর এমনই এক ইফতার পার্টিতে তিনি শাহরুখ এবং সলমনের মধ্যে চলা টানা ৫ বছরের ঝামেলার অবসন ঘটেছিল।
সেই ঝামেলা মেটানোর পর বাবা সিদ্দিকি ইন্ডিয়া টুডেকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন, 'ওরা দুজনেই ঝামেলা মেটাতে চেয়েছিল। আল্লাহ পথ দেখিয়েছিল। আমার কোনও ভূমিকা ছিল না।'
আরও পড়ুন: উৎসবে নেই, বিয়ের পর প্রথম দশমীতে সিঁদুর খেললেন সোহিনী! শোভনের সঙ্গে ঘরোয়া আড্ডায় গাইলেন গানও
কী ঘটেছিল সেই সময়?
২০০৮ সাল নাগাদ ক্যাটরিনার জন্মদিনের পার্টিতে ঘটা একটা ছোট্ট ঘটনা থেকে শুরু মনমালিন্যের জেরেই চিড় ধরেছিল বলিউডের করণ-অর্জুনের সম্পর্কে। অবশেষে সব দূরত্ব ভুলে ২০১৪ সালে বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে সলমনকে বুকে টেনে নিয়েছিলেন শাহরুখ। বাবা সিদ্দিক তখন বান্দ্রা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক। বলা হয় যে ইন্ডাস্ট্রির অন্দর থেকেই সিদ্দিকিকে সালমান ও শাহরুখের মধ্যে মধ্যস্থতা করার জন্য অনুরোধ করেছিল এবং রাজনৈতিক নেতা সূক্ষ্ম উপায় করেছিলেন বন্ধুদের মধ্যে ঝামেলা মেটানোর। ইফতার পার্টিতে শাহরুখের পাশে বসেছিলেন সলমনের বাবা, বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খান। পার্টিতে আমন্ত্রিত সলমন টেবিলের কাছে আসার আগে শাহরুখ , সেলিম খানের সঙ্গে গল্প করছিলেন। সলমন হেঁটে আসতেই শাহরুখ উঠে দাঁড়ান এবং একে অপরকে আলিঙ্গন করেন!