শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বহু প্রাক্তন নেতামন্ত্রী বর্তমানে জেলবন্দি। আওয়ামি লিগের বহু প্রাক্তন নেতা ও মন্ত্রীদের বিরুদ্ধে চলছে একাধিক মামলা। তাঁদেরই মধ্যে একজন হলেন বাংলাদেশের প্রাক্তন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। তিনি আইনজীবীদের কাছে দাবি করেছেন যে, তাঁর দুটি শীতকালে পরার মতো সোয়েটার কারাগার থেকে হারিয়ে গিয়েছে। সেই কথা ভরা কোর্টেও জানানো হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশে বিভিন্ন হত্যা মামলায় আজ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, শাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, জুনাইদ আহ্মেদ পলক, তুরিন আফরোজকে গ্রেফতার হিসাবে দেখানো হয়েছে। শুনানি শেষ হলে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন জানিয়েছেন, তাঁর মক্কেল কাঠগড়ায় দাঁড়িয়ে তাঁকে জানিয়েছেন, তাঁর শীতের দুটি সোয়েটার কারাগার থেকে হারিয়ে গেছে। এদিন সকাল সকাল ১০টা ২০ মিনিটের দিকে জুনাইদ আহ্মেদ পলককে যখন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বারান্দায় আনা হয়। পলককে দেখা যায় মাথায় হেলমেট ও হাতে হাতকড়া পরে থাকা অবস্থায় রয়েছেন। আইনজীবীর উদ্দেশে পলক বলেন,আগামী শীতকাল পর্যন্ত কারাগারে থাকতে হবে কি না, জানি না। কিন্তু আমার দুটি শীতের সোয়েটার হারিয়ে গেছে। যদি সে পর্যন্ত থাকতে হয়, তাহলে আবার সোয়েটার জোগাড় করে নিতে হবে।
এদিকে,কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের তত্ত্বাবধায়ক ও ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটরের দাবি, পলকের এই দাবিগুলি খুবই ভিত্তিহীন। তিনি নজরে থাকার জন্য এমন উদ্ভট তত্ত্ব দিচ্ছেন, বানিয়ে বলছেন, বলে দাবি করেন ওই পাবলিক প্রসিকিউটার। সোয়েটার হারানোর সত্য নয় বলে জানিয়েছেন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র অফিসার আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন,' সোয়েটার হারিয়ে যাওয়ার তথ্য, এমন একটি উদ্ভট দাবি। কারাগার থেকে কোনো বন্দীর জিনিসপত্র হারানোর সুযোগ নেই।'