বলিপাড়ার অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্না অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি। অক্ষয়-টুইঙ্কল-কে পাওয়ার কাপল বলেই চিহ্নিত করা হয়। বিয়ের পর থেকে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন অক্ষয়-টুইঙ্কল, তাঁদের মধ্য বড় কোনও সমস্যার কথা কখনও শোনা যায়নি। তবে দাম্পত্য সুখের হলেও অক্ষয়-টুইঙ্কলের রাজনৈতিক মতাদর্শ এক্কেবারেই আলাদা। এক্ষেত্রে তাঁরা সম্পূর্ণ ভিন্ন মেরুর। আর সম্প্রতি একথা অকপটে স্বীকার করে নিয়েছেন অক্ষয়।
অক্ষয় ANI-কে বলেন, ‘রাজনীতি নিয়ে আমার স্ত্রীর চিন্তাভাবনা আমার চেয়ে আলাদা। তবে আমরা একে অপরের উপর অন্যের চিন্তাভাবনা চাপিয়ে দিই না। রাজনৈতিক ভাবনায় আমরা সম্পূর্ণ আলাদা।’ স্ত্রী টুইঙ্কলের সঙ্গে বাড়িতে রাজনীতি নিয়ে আলোচনা করেন কিনা জানতে চাইলে অভিনেতা বলেন, ‘আমরা চেষ্টা করি এই আলোচনা এড়িয়ে চলতে। কারণ এই আলোচনার কোন অর্থ নেই। কারণ আমি যখন জানি ওর চিন্তা এক্ষেত্রে আলাদা, তখন বৃথা আলোচনা করে কী লাভ!’ অক্ষয়ের কথায়, যেটার কোনও সমাধান নেই, সেটা আলোচনা করেও লাভ নেই। সুখে থাকতে চাইলে এই আলোচনা এড়িয়ে যাওয়াই ভালো। তার থেকে ভালো, এগুলি সরিয়ে রেখে সুখে বাঁচা।
আরও পড়ুন-স্যালোঁতে ঢোকার মুখে পাপারাৎজির মুখোমুখি, 'রাহা'র কথা জিগ্গেস করতেই কী বললেন নীতু?
আরও পড়ুন-এটা সত্যিই উরফি! পুরনো ভিডিয়োয় চিনতে গিয়ে হোঁচট খেল নেটপাড়া
অনেকেই বলে থাকেন, অক্ষয় কুমার কেন্দ্রের শাসক দল BJP ঘনিষ্ঠ। এবিষয়ে অক্ষয় আরও এক সংবাদ সংস্থাকে বলেন, ‘ অনেক সময় লোকজন ভাবেন যে আমি হয়ত স্বচ্ছ ভারত মিশনের প্রচার করেছি , আর তাই আমি টয়লেট: এক প্রেম কথা ছবিটি বানিয়েছি। আবার মঙ্গল মিশন নেওয়া হয়েছে বলেই আমি মিশন মঙ্গল বানিয়েছিলাম। এমনটা কিন্তু নয়। আমি তো ’এয়ারলিফ্ট' ছবিটিও বানিয়েছিলাম, তখন ক্ষমতায় ছিল কংগ্রেস। তখন কিন্তু এটা নিয়ে কেউ কথা বলেননি।
অক্ষয় তাঁর সাম্প্রতিক ছবি মিশন রানিগঞ্জ-এর কথা টেনে বলেন, ‘এমনকি কংগ্রেসের আমলেই মিশন রানিগঞ্জ হয়েছে। আসলে কী ঘটেছিল সেটা গুরুত্বপূর্ণ, কে ক্ষমতায় ছিল তাতে কিছু যায় আসে না। দেশের উন্নতির জন্য কী করা হয়েছিল সেটাই গুরুত্বপূর্ণ’।