রবিবার উদয়পুরে হায়দরাবাদের ব্যবসায়ী ভেঙ্কট দত্ত সাইয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন পিভি সিন্ধু। অন্তরঙ্গ একটি অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সারেন তিনি। দম্পতি মঙ্গলবার হায়দরাবাদে তাঁদের বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য একটি গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেছিলেন।
হায়দরাবাদের পিভি সিন্ধু এবং ভেঙ্কটের রিসেপশনে নিমন্ত্রিতের তালিকাটা ছিল বেশ বড়। বহু দক্ষিণী ছবির তারকার দেখা মিলেছিল। তাঁদের মধ্যে ছিলেন তামিল সুপারস্টার অজিত কুমার। অভিনেতা তাঁর পরিবারের সঙ্গে এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তাঁকে একটি কালো স্যুটে দেখা গিয়েছিল। ক্লিন-শেভড লুকে ধরা দিয়েছিলেন তিনি। কারণ ২০২৫ সালের ১০ জানুয়ারী মুক্তি পেতে চলেছে তাঁর নতুন অ্যাকশন কমেডি ছবি ‘গুড ব্যাড আগলি’। এই ছবির প্রচারের জন্যই তিনি এই ক্লিন-শেভড লুক মেনন্টেন করেছেন। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন আাধিক রবিচন্দ্রন। ‘পোঙ্গল’ উপলক্ষে ছবিটি মুক্তি পাবে। তাছাড়াও অজিত মাগিজ থিরুমেনির অ্যাকশন থ্রিলার ‘ভিদামুয়ারচি’তেও অভিনয় করবেন।
আরও পড়ুন: ফের কার প্রেমে পড়লেন প্রিয়াঙ্কা সরকার! সমকামী সম্পর্কে জড়ালেন অভিনেত্রী?
তিনি ছাড়াও বড় ছেলে নাগা চৈতন্য এবং তাঁর দ্বিতীয় স্ত্রী শোভিতা ধুলিপালার বিয়ের কয়েকদিন পরে, সুপারস্টার নাগার্জুন হায়দরাবাদে পিভি সিন্ধুর বিবাহোত্তর সংবর্ধনায় অংশগ্রহণ করেন। কালো শার্ট ও নীল প্যান্ট পরে এসইউভি থেকে নেমে হাসিমুখে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন তিনি। কাজের সূত্রে, নাগার্জুনাকে এরপর রজনীকান্তের সঙ্গে ‘শেখর কাম্মুলার কুবের’ এবং লোকেশ কানাগরাজের তামিল অ্যাকশন থ্রিলার ‘কুলি’তে দেখা যাবে।
আরও পড়ুন: ডিভোর্সের পর টিকল না প্রেম! ‘বিয়ে করলেই তো হল না…’, ঠিক কী বলছেন মালাইকা আরোরা
এছাড়াও প্রবীণ অভিনেতা ও রাজনীতিবিদ চিরঞ্জীবীও এই অনুষ্ঠানে এসেছিলেন। নীল টি-শার্ট, সাদা প্যান্ট ও স্নিকার্স পরে ক্যাজুয়াল স্টাইলে অনুষ্ঠানের সন্ধ্যায় ধরা দিয়েছিলেন তিনি। চিরঞ্জীবীকে এরপর মল্লিদি বশিষ্ঠের অ্যাকশন ছবিতে দেখা যাবে। তাছাড়াও তিনি শ্রীকান্ত ওদেলা এবং বোয়াপতি শ্রীনু পরিচালিত ছবিতেও অভিনয় করবেন।
তাঁরা ছাড়াও প্রীতিভোজের এই অনুষ্ঠানে নজর কেড়েছিলেন ম্রুনাল ঠাকুরও। তাঁকে গোলাপি কাজ করা নীল লেহেঙ্গায় উজ্জ্বল দেখাচ্ছিল। তিনি নবদম্পতির সঙ্গে ছবিও তুলেছিলেন। অভিনেতাকে শানিল দেওর অ্যাকশন ফিল্ম ‘ডাকাইট: আ লাভ স্টোরি’তে আদিভি শেশের বিপরীতে দেখা যাবে। তারপর তাঁর পাইপলাইনে রয়েছে হিন্দি ছবিও। ‘স্ট্রিং -পূজা মেরি জান’, ডেভিড ধাওয়ানের রোমান্টিক কমেডি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’তে তাঁকে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে। তাছাড়াও বিজয় কুমার অরোরার অ্যাকশন কমেডি ‘সন অফ সর্দার ২’-এ অজয় দেবগনের বিপরীতে তাঁকে দেখা যাবে।