মুম্বইবাসীরা এখন মজেছে গণেশপুজোতে। এমনকী গণেশ চতুর্থীতে উৎসবের মেজাজে রয়েছেন বলিউড তারকারাও। সম্প্রতি, ঐশ্বর্য রাইকে মুম্বইয়ের জিএসবি গণপতি উৎসবে তাঁর মেয়ে আরাধ্যা বচ্চনের সঙ্গে দেখা গিয়েছে, এবং তাদের ছবি ও ভিডিয়ো ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ঐশ্বর্য রাই এবং আরাধ্যা বচ্চনকে গণেশ মূর্তির সামনে আশীর্বাদ নিতে দেখা গেল। এই অনুষ্ঠানের একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, ভিড়ের মধ্য দিয়ে গৌড় সারস্বত ব্রাহ্মণ (GSB) গণেশোৎসবের প্যান্ডেলে সিদ্ধিদাতার আশীর্বাদ নিতে যাওয়ার সময় ঐশ্বর্য তাঁর মেয়ে আরাধ্যাকে আগলে রেখেছিলেন। মা-মেয়ের জুটি হাসিমুখে ভক্তদের সঙ্গে এরপর কথা বলেন। এমনকী, প্যান্ডেলে প্রবেশের আগে কয়েকটি সেলফিও তোলেন দুজনে।
সাদা রঙের পোশাক পরেছিলেন ঐশ্বর্য। সঙ্গে গাঢ় লাল লিপস্টিক আর ছোট্ট একটা টিপ। রাধ্যা হলুদ রঙের কুর্তা সেট পরেছিলেন। একটা ছবিতে দেখা গেল, প্যান্ডেলের সামনে দুজনেই হাত জোড় করে প্রার্থনা করছেন। গত বছর ঐশ্বর্য-আরাধ্যার সঙ্গে প্যান্ডেলে গিয়েছিলেন মা বৃন্দা রাইও।
২০০৭ সালে ধুমধাম করে বিয়ে করেছিলেন ঐশ্বর্য রাই ও অভিষেক বচ্চন। এরপর ২০১১ সালে তাঁদের মেয়ে আরাধ্যার জন্ম হয়। মাঝে অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বর্যর ডিভোর্সের খবরে উত্তাল ছিল মিডিয়া। এমনকী, লম্বা একটা সময় গোটা পরিবারকে দেখা যায়নি একসঙ্গে। বরং, সব জায়গায় যেতেন ঐশ্বর্য-আরাধ্যা। গায়েব থাকতেন অভিষেক। যদিও চলতি বছরের মাঝামাঝি সময় থেকে ফের গোটা পরিবার একসঙ্গে দেখা দিতে শুরু করেছে।
কাজের সূত্রে ঐশ্বর্য রাইকে সর্বশেষ দেখা গিয়েছে মণি রত্নমের মহাকাব্যিক ঐতিহাসিক অ্যাকশন ড্রামা পোন্নিয়িন সেলভান ২-তে। ছবিতে বিক্রম, রবি মোহন, ত্রিষা কৃষ্ণন, জয়রাম, প্রভু, আর. সারথকুমার, সোভিতা ধুলিপালা, আয়শ্বরিয়া লেক্সমি, বিক্রম প্রভু, প্রকাশ রাজ, রহমান, আর. পারথিবান প্রমুখ অভিনয় করেছেন।
বিশ্বব্যাপী বক্স অফিসে ৩৪৪.৬৩ কোটি টাকা আয় করেছে ছবিটি। তারপর থেকে তিনি কোনো নতুন সিনেমার ঘোষণা করেননি। তবে ভক্তরা তাঁকে আবার বড় পর্দায় দেখার জন্য উন্মুখে অপেক্ষা করছেন।