শুরুর দিকে একসময় অভিনেতা দেবকে নিয়ে কিছু কম সমালোচনা হয়নি। তবে ধীরে ধীরে দর্শকদের কাছে অভিনেতা হিসাবে নিজেকে প্রমাণ করেছেন দেব। প্রযোজক হিসাবেও তিনি সফল। দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক নতুন ছবি। আবার রাজনীতিবিদ হিসাবেও মানুষের ভালোবাসা পেয়েছেন দেব।
লোকসভা নির্বাচন চলছে। তাই কিছুদিন আগে পর্যন্ত দেব ব্যস্ত ছিলেন ভোটের প্রচারে। ভোট শেষে এবার দেব আবারও ব্যস্ত নিজের ছবি নিয়ে। এবার অভিনয় দিয়ে 'টেক্কা' দিতে চলেছেন দেব! সম্প্রতি সামনে এসেছে দেবের 'টেক্কা' লুক। যেখানে তাঁকে চোখে-মুখে রাগ, বিরক্তি নিয়ে উস্কোখুস্কো চুলে দেখা গিয়েছে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে আরও একবার অন্যভাবে পর্দায় ধরা দিতে চলেছেন দেব। সেখানে দেবের সঙ্গী জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার 'টেক্কা'য় কাজ করতে গিয়ে দেবে মুগ্ধ স্বস্তিকাও। প্রকাশ্যেই দেবের প্রশংসা করেছেন স্বস্তিকা।
ঠিক কী লিখেছেন তিনি?
‘টেক্কা’র সেট থেকে দেবের সঙ্গে হাসিখুশি ছবি দিয়েছেন স্বস্তিকা। যেখানে দেবকে ধূসর টি-শার্ট আর নীল জিন্সে দেখা যাচ্ছে। আর স্বস্তিকাকে নীল ছিমছাম সালোয়ার কামিজ আর ওড়না গায়ে দেখা যাচ্ছে। তিনি লিখেছেন, ‘আমাদের ফেভারিট হিরো দেব অধিকারী )। প্রচন্ড হ্যান্ডসম এন্ড কিউট আর যা দারুন অভিনয় করেছে ~ পুরো ফাটাফাটি। শীঘ্রই টেক্কা আসছে।’ একথা শেয়ার করে দেবকে ট্যাগও করেছেন স্বস্তিকা।