Didi No 1: পেটের মাঝে লাল বেলুন নিয়ে খেলা! ছেলের বয়স আড়াই মাস, সায়নদীপের হাত ধরেই দিদি নম্বর ১-এ হাজির নতুন মা রূপসা
Updated: 11 Apr 2025, 07:51 PM IST Ranita Goswami 11 Apr 2025 Rupsa Chatterjee, Sayandeep Sarkar, Actress Rupsa Chatterjee Husband, Didi No One, Didi No 1, রূপসা চট্টোপাধ্যায়, সায়নদীপ সরকার, দিদি নম্বর ওয়ান২০২৪ সালের দুর্গাপুজোর সময় সাতপাকে বাঁধা পড়েন রূপসা এবং সায়নদীপ। এরপর তাঁদের বিয়ের মাস পেরোনোর আগেই রূপসা জানান যে তাঁদের সংসার বড় হতে চলেছে। তাঁদের সন্তান আসছে। সেই সময়ও যারপরনাই কটাক্ষের মুখে পড়তে হয় তাঁদের।
পরবর্তী ফটো গ্যালারি