Aditya Narayan Concert misbehave: মধুর আর শান্ত স্বভাবের জন্য পরিচিত জনপ্রিয় সঙ্গীতশিল্পী উদিত নারায়ণ। কিন্তু তাঁর ছেলে আদিত্য নারায়ণের কাণ্ড দেখে রীতিমতো অবাক সকলে। ভিলাইয়ে একটি শোতে গিয়ে মেজাজ হারান আদিত্য। কী ঘটেছিল সেখানে…
লাইভ কনসার্ট থেকে ভিডিয়ো ভাইরাল আদিত্যর
মাথাগরম করাই হল কাল! ছত্তিশগড়ে লাইভ শো করতে গিয়ে কাণ্ড বাঁধিয়ে বসলেন গায়ক উদিত নারায়ণ পুত্র আদিত্য নারায়ণ। মধুর আর শান্ত স্বভাবের জন্য পরিচিত জনপ্রিয় সঙ্গীতশিল্পী উদিত নারায়ণ। কিন্তু তাঁর ছেলের এ হেন কাণ্ড দেখে রীতিমতো অবাক সকলে। ভিলাইয়ে একটি শোতে গিয়ে মেজাজ হারান আদিত্য, এমন কাণ্ড ঘটালেন যে, তাঁকে নিয়ে কটাক্ষ-সমালোচনার ঝড় নেটপাড়া জুড়ে।
কী ঘটেছে?
ছত্তিশগড়ের এক কলেজে ওপেন এয়ার কনসার্ট করতে গিয়েছিলেন আদিত্য নায়ারণ। সব ভালোই চলছিল। তবে তাল কাটল মাঝখানে! অগণিত অনুরাগী এসেছিলেন তাঁর গান শুনতে। মঞ্চে দিব্যি শাহরুখ খানের ‘ডন’ ছবির ‘আজ কী রাত’ গানটি গাইছেন উদিতপুত্র। আর মাঠে দর্শক-শ্রোতাদের উন্মাদনা তখন তুঙ্গে। অনেকেই হাত বাড়িয়ে মোবাইল ফোনে রেকর্ড করছেন সেই মুহূর্ত। এক অনুরাগী তাঁর ফোনে গায়কের গান রেকর্ড করছিলেন গায়কের। আচমকাই তাঁর হাত থেকে ফোন কেড়ে নিয়ে ফেলে দেন আদিত্য। শুধু তাই নয়, হাতে থাকা মাইক দিয়ে ব্যক্তিতে আঘাতও করেন। কিন্তু কেন এমন কাণ্ড ঘটালেন গায়ক, তার উত্তর মেলেনি। উদিত-পুত্রর এমন বদমেজাজি আচরণ নিয়ে এই মুহূর্তে চর্চা নেটপাড়ায়। আরও পড়ুন: রাগের চোট রেস্তোরাঁয় এক ব্যক্তিকে ঠাসিয়ে চড় মারলেন ‘বিগ বস’ জয়ী এলভিশ, সাফাই দিয়ে কী বললেন