‘ত্রিনয়নী’, ‘দেশের মাটি’র মতো সুপারহিট মেগায় কাজ করেছেন অভিনেত্রী শ্রুতি দাস। ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী তিনি। কিন্তু বিগত এক বছর ছোট পর্দার থেকে দূরে। শ্রুতি ভক্তদের মনে বার বার প্রশ্ন উঠেছে, আবার করে টেলিভিশনের পর্দায় দেখা যাবে অভিনেত্রীকে?
টেলি পাড়ায় কান পাতলে জোর গুঞ্জন, ফের একবার জি বাংলার পর্দায় নতুন ধারাবাহিকে ফিরছেন শ্রুতি। ইতিমধ্য়েই কথাবার্তা সারা হয়ে গিয়েছে। এমনকি ধারাবাহিকের নাকি লুক সেট হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, শীঘ্রই প্রোমোর শ্যুটিং করা হবে। তবে নতুন ধারাবাহিকের বিষয় বিস্তারিত কিছু জানা যায়নি।
আরও পড়ুন: নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো: সব্যসাচী
'দেশের মাটি' ধারাবাহিকের পর ছোট পর্দা থেকে বেশ কিছুদিনের ব্রেক নিয়েছিলেন শ্রুতি। একটা সময়ে কাজ না পাওয়ার কথা বার বার অন ক্যামেরায় স্বীকার করেছেন তিনি। সেই সময় অভিনেত্রী জানিয়েছে, তিনি নিজের উপর বিশ্বাস রেখেছেন। আবারও ভালো কাজ নিয়েই পর্দায় ফিরবেন বলে আশাবাদী ছিলেন। নিজের নতুন ধারাবাহিক নিয়ে এখনও টু শব্দটি করেননি শ্রুতি।
আরও পড়ুন: ফুসফুসে ক্যানসার ধরা পড়েছে জনপ্রিয় টলি পরিচালকের, চিকিৎসা করাতে যাচ্ছেন মুম্বই