শার্লিন চোপড়া, কনিষ্ক সোনি আর রানি চট্টোপাধ্যায়ের পর বিগ বস ১৬-তে থাকা পরিচালক সাজিদ খানের উপর যৌন হেনস্থার অভিযোগ তুললেন শিলা প্রিয়া শেঠ। প্রথম থেকে সলমন খান সঞ্চালিত কালার্সের এই রিয়েলিটি শো-তে সাজিদের এন্ট্রি নিয়ে প্রথম থেকেই উঠছে নানা কথা। MeToo-র অভিযোগ এনেছেন অনেকেই ফারহার ভাইয়ের উপরে।
এক পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে শীলে প্রিয়া জানান, ‘২০০৪ সালে প্রথম আমার সঙ্গে সাজিদের আলাপ হয়। যখন আমি তাঁকে অনুরোধ করি তাঁর পরের প্রোজেক্টে কাস্ট করতে। তবে কিছু বিদ্বেষের কারণে আমিই পরে সরে যাই।’ আরও পড়ুন: ‘গালাগাল বন্ধ করব না’, মধ্যমা দেখিয়ে কটুক্তি, বিগ বসের ঘরে নোংরা ঝামেলা সাজিদের
শিলা আরও বলেন, ‘উনি আমার প্রাইভেট পার্টের দিকে টানা পাঁচমিনিট তাকিয়ে ছিলেন। তারপর বলেন, আমার মনে হয় তোমার সার্জারি করে নেওয়া উচিত কারণ তোমার স্তন বলিউডে কাজ করার মতো বড় নয়। উনি আমাকে তেল ব্যবহার করে স্তন বড় করার কথাও বলেন। সাজিদের মত ছিল রোজ আমার স্তন ম্যাসাজ করা উচিত যদি বলিউডে কাজ করতে চাই।’ আরও পড়ুন: বিগ বসের ঘরে নিস্তেজ সাজিদ, বন্ধুকে ‘অসাধু, ডবল স্ট্যান্ডার্ড’ বলে খোঁচা সলমনের