
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
গীতা এলএলবি আসার পর থেকেই যেন সব হিসেব নিকেষ বদলে যাচ্ছে। টিআরপি লিস্টে প্রথম থেকেই নিজের দাপট দেখিয়ে আসছে স্টার জলসার এই মেগা। প্রথমে স্লট লিডার হয়, তারপর চ্যানেল টপার। এবার সবাইকে চমকে টিআরপি লিস্টে দ্বিতীয় স্থানে উঠে এসেছে হিয়া মুখোপাধ্যায় অভিনীত এই মেগা। রীতিমত টপার জগদ্ধাত্রীর ঘাড়ে নিশ্বাস ফেলছে এটি। আর এমন দুর্দান্ত সাফল্যের পরই হিন্দুস্তান টাইমস বাংলার মুখোমুখি হলেন গীতা ওরফে হিয়া মুখোপাধ্যায়।
হিয়া: এটা বলে বোঝানো যায় বলো? একটা দুর্দান্ত অনুভূতি। এত খাটাখাটনির পর যদি সেরা হওয়া যায় কার না ভালো লাগে। খুব আনন্দ হচ্ছে।
হিয়া: না, না। একেবারেই না। আমার সঙ্গে হিয়ার এতটুকু মিল নেই। গীতার চরিত্রের এতটুকুও যদি পেতাম তাহলে ভালো হতো। আমি কাউকে মারতে ধরতে একেবারেই পারি না।
আরও পড়ুন: হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলের সঙ্গে কেবল অ্যাডজাস্ট করেছেন মৌসুমী! ইন্ডিয়ান আইডলে বিস্ফোরক অভিনেত্রী
আরও পড়ুন: 'প্রতি সোমবার আমরা একসঙ্গেই...' বিচ্ছেদ হলেও তিনি এবং আমির একই পরিবারের অংশ! দাবি কিরণের
হিয়া: হ্যাঁ, রবিবার করে মডেলিং করি। সময় পেলে সেটা ওখানেই কাজে লাগাই।
হিয়া: আগেও বহু অফার পেয়েছি। কিন্তু আমি স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম যে আমি ২২ ঘণ্টা কাজ করতে পারব না। তখন ওরা বলে যে ১৪ ঘণ্টার শুট হয়, ২২ না। কখনও কখনও ১২-১৩ ঘণ্টাতেও হয়ে যায়। তখন সেই কথা শুনে রাজি হই। আগে সান বাংলায় কাজ করলাম, তারপর এখানে।
হিয়া: গীতার পাখির চোখ এখন একটাই। পদ্মকে ন্যায় বিচার দিতে হবে।
হিয়া: এই রে! এটা তো স্যার (ব্লুজ প্রোডাকশন হাউজের কর্ণধার স্নেহাশিস চক্রবর্তী) জানেন। আমি তো কাদার তাল। উনি যেভাবে চালাবেন আমি সেভাবেই চলব। উনি এত সুন্দর করে সবটা বুঝিয়ে দেন যে কোনও কিছুতেই সমস্যা হয় না।
আরও পড়ুন: পরনে লাল টুকটুকে বেনারসি-শোলার মুকুট, কাকে বিয়ে করলেন ইপ্সিতা?
হিয়া: ভীষণ ভালো। কেবল ও নয়, এই ইউনিটের সবাই খুব ভালো। বিশেষ করে সিনিয়ররা, ওঁরা এত হেল্পফুল, এত ভালো যে কী বলব।
হিয়া: এটা আমারও জিজ্ঞাস্য ছিল। দাদা (স্নেহাশিস চক্রবর্তী) বলেছেন আগামীতে প্রকাশ্যে আনা হবে।
হিয়া: আমি ওকালতি নিয়ে পড়েছি। তারপর কী করব ভাবতে ভাবতে এটাই বেছে নিলাম।
হিয়া: (হেসে নিয়ে) হ্যাঁ তা বলতে পারেন। তবে আমার এখন ওকালতির কিছুই মনে নেই।
৳7,777 IPL 2025 Sports Bonus