করোনা পজিটিভ অভিনেত্রী অঞ্জনা বসু। বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি। গত তিন দিন ধরে অসুস্থ ছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। সারা গা-হাত-পা ব্যথা এবং মাথা ভার ছিল। জ্বরেও ভুগছিলেন। এরপর করোনা রিপোর্ট করাতেই ফলাফল পজিটিভ আসে। ‘পিলু’ এবং ‘মন মানে না’ ধারাবাহিকে বর্তমানে অভিনয় করছেন অঞ্জনা। কিন্তু করোনা আক্রান্ত হওয়ার খবর জানতে পেরেই নিজেকে আইসোলেশনে রেখেছেন তিনি। শনিবার অভিনেত্রীর রিপোর্ট পজিটিভ আসে। শরীর খুবই দুর্বল। প্রচণ্ড কাশি হচ্ছে। কাশির জন্য কথা বলতেও বেশ সমস্যা হচ্ছে, কাশতে কাশতে অনেক সময় দমবন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। অভিনেত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা।এদিন করোনা আক্রন্ত হওয়ার খবর জানিয়েছেন অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়। রয়েছে মৃদু উপসর্গ। জ্বর, মাথা ব্যথা এবং শারীরিক দুর্বলতা রয়েছে। সব বিধিনিষেধ মেনে বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি। গত শুক্রবার থেকে করোনা আক্রান্ত তিনি।