তখনও তিনি সোহম হননি, 'মাস্টার বিট্টু' নামেই ছিলেন পরিচিত। সন্ধ্যা রায়কে বলেছিলেন, ‘মা একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাব’। দৃশ্যটি মনে পড়ে? ১৯৮৮ সালে মুক্তি পাওয়া ‘ছোট বউ’ ছবির দৃশ্য এটি। অঞ্জন চৌধুরী পরিচালিত সেই ছবি এবং ছবির এই ডায়ালগ ভীষণই জনপ্রিয়তা পায়। ছবিটি সেসময় দেখেননি এমন বাঙালি সিনেমাপ্রেমী হয়তবা কমই আছেন। দীর্ঘ ৩৬ বছর পার করে আজও মাঝে মধ্যেই 'ছোট বউ' ছবির সই ডায়ালগ ও দৃশ্য বহুবার নেটপাড়ায় ভাইরাল হতে দেখা গিয়েছে।
তবে পরবর্তী সময় 'মাস্টার বিট্টু' হয়েছেন বাংলা ছবির জনপ্রিয় নায়ক সোহম চক্রবর্তী। পরবর্তী সময়ে রাজনীতিতেও যোগ দিয়েছেন সোহম। বর্তমানে তিনি চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক। তবে 'হরলিক্স-সোহম'-এর সেই পুরনো কানেকশন আজও থেকে গিয়েছে। জনগণও সোহমের সেই 'হরলিক্স' ডায়ালগ ভোলেননি। আর সেকথাও আরও একবার প্রমাণিত হল সোহমের প্রচারে।
আরও পড়ুন-'অনির্বাণদার সঙ্গে আমার বিয়েটা…', ডিভোর্সের খবরে মুখ খুললেন মধুরিমা গোস্বামী
আরও পড়ুন-বিয়ের পর রাতুলের সঙ্গে মধুচন্দ্রিমাতেও রূপাঞ্জনার সঙ্গী ছেলে রিয়ান, কোথায় যাচ্ছেন তাঁরা?
চলতি লোকসভা নির্বাচনের জন্য নির্বাচনী প্রচার সারছিলেন সোহম চক্রবর্তী। আর তাঁর সেই প্রচার গাড়ির সামনেই এক মহিলাকে 'হরলিক্স'-এর কৌটো হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। অভিনেতার সামনেই সেই হরলিক্সের কৌটো তুলে ধরেন ওই মহিলা। নাহ বিধায়ক, অভিনেতা তাতে বিন্দুমাত্র রাগেননি। উল্টে তাঁকে ওই মহিলার সামনে হাত জোড় করে করতে দেখা যায়। মৌসুমী পাল সামন্ত নামে এক মহিলার ফেসবুকে উঠে এসেছে সেই ভিডিয়ো।