Gourab Chatterjee: 'রবিবাসরীয়' দুপুরে হাতা-খুন্তি নিয়ে রান্নাঘরে গৌরব, নিজেই বললেন সুস্বাদু হয়েছে..
1 মিনিটে পড়ুন Updated: 09 Apr 2023, 03:16 PM ISTগৌরব যে ভিডিয়োটি ইনস্টাস্টোরিতে দিয়েছেন, তাতে তাঁকে নন স্টিক কড়াইতে চিংড়িগুলো হালকা ফ্রাই করে , আঁচ কমিয়ে কোনও বিশেষ পদ রান্না করতে দেখা গেল। ভিডিয়োর ক্যাপশানে গৌরব লিখেছেন, ‘রান্নার সময় পেলাম।’ তারপর নিজেই নিজের রান্নার প্রশংসা করে লিখেছেন, ‘অবশেষে এটা তৈরি। খেতেও ভালই হয়েছে।’
দেবলীনা-গৌরব