গায়ক অভিজিৎ ভট্টাচার্য সম্প্রতি তাঁর হিট গান 'তুমহে জো ম্যায়ে দেখা'-র স্মৃতিচারণ করেছেন। ম্যাশেবল ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে, গায়ক কীভাবে 'গোরি গোরি' গানে অনু মালিক বদলে নিজে জায়গা করে নিয়েছিলেন তা নিয়ে কথা বলেছেন। অনু মালিককে 'পাগল' বলেও সম্বোধনও করেছেন।
অনু মালিকের সঙ্গে কাজ করা প্রসঙ্গে অভিজিৎ বলেন, ‘যখনই অনু মালিক কোনও ছবিতে গান গাইতেন, তখন তিনি পারলে নিজের উপর ভিত্তি করেই সেই ছবি বানিয়ে দিতে চাইতেন। তিনি আসলে এত পাগল, তিনি বলতেন যে এই গানটা খুব ভালো, আমিই গাইব, আমার উপরই এই ছবিটি বানিয়ে ফেলুন। তিনি এতটাই পাগল। আর আমি এই সব কথা এখন বলছি, তাঁর কারণ আমি খুব স্বার্থপর। আমি এই সব নিয়ে ভাবি না। কারণ এখন আমাদের কারুরই সময় নয়।’
আরও পড়ুন: আসছে শুভশ্রী, জিতু, কৌশিক, রুদ্রনীলদের গৃহপ্রবেশ, কান্ডারি ইন্দ্রদীপ! ব্যাপার কী?
তারপরে অভিজিৎ অনু মালিকের অনুকরণ করে জানান ‘গোরি গোরি’ গানে অনুর পরিবর্তে তিনি কীভাবে সুযোগ পেয়েছিলেন। অনু মালিকের কন্ঠ অনুকরণ করে অভিজিৎ বলেন, ‘যেমন ম্যায় হুঁ না ছবিতে চোরি চোরি চোরি, সেটা আমি গেয়েছিলাম। আমি কী দারুণ গেয়েছিলাম। আমি আর কেকে। তারপর যখন পরে ছবিতে গানটা দেখলাম দেখে তো আমি অবাক, দেখছি ওঁর (অভিজিতের) কন্ঠ এসে গিয়েছে।’
অভিজিৎ আরও জানান যে, ‘তুমহে জো ম্যায় দেখা’ গানটি গাওয়ার সময়ও একই রকম ঘটনা ঘটেছিল। কারণ অনু এই গানটিও গাইতে চেয়েছিলেন। পাশাপাশি নিজের উপর সেই গান চিত্রায়িতও করতে চেয়েছিলেন। তিনি আরও জানান যে, যদিও অনু সাধারণত ৩-৪ দিন আগে তাঁদের একটি গানের মহড়া দেওয়ার জন্য ফোন করতেন।তবে ‘তুমহে জো ম্যায় দেখা’ গানটির জন্য তিনি হঠাৎ অভিজিৎকে ফোন করেছিলেন এবং কোনও মহড়া ছাড়াই একদিনে গানটি রেকর্ড করেছিলেন। অভিজিৎ বলেন, ‘গানটি আরও ভালো ভাবে তৈরি হত, যদি তার আগে থেকে মহড়া করার সময় থাকত।’
ফারাহ খান তাঁর পরিচালনায় প্রথম ‘ম্যায় হুন না’ ছবিটি আনেন। ছবিটিতে শাহরুখ খান, সুস্মিতা সেন, জায়েদ খান, সুনীল শেট্টি এবং অমৃতা রাওকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। ‘গোরি গোরি’, ‘তুমে যো ম্যায় দেখা’, এবং ‘তুমসে মিলকে দিল কা জো হাল’-এর মতো গানগুলি এখনও দারুণ ভাবে জনপ্রিয়। ছবিটিও বক্স অফিসে খুব ভালো পারফর্ম করেছিল। বিশ্বব্যাপী প্রায় ৭০.৪০ কোটি আয় করেছিল।