হঠাৎ করেই খুলে গেল দরজা, ভাঙা দেওয়াল জুড়ে নাম ছড়িয়ে শুভশ্রী, জিতু, কৌশিক গঙ্গোপাধ্যায়ের! নিশ্চয় ভাবছেন ব্যাপার কী? আসলে তাঁদের নতুন ছবি গৃহপ্রবেশ আসছে। প্রকাশ্যে এল ছবি মোশন পোস্টার।
সোমবার প্রযোজনা সংস্থা ক্যালাইডোস্কোপ তাদের নতুন ছবির ঘোষণা করল। ছবি মোশন পিকচার মুক্তি পেল এদিন। পোস্টারে দেখা গিয়েছে তানপুরার মন খারাপ করা আবহের মিশেলে বড় বড় থামে ঘেরা দালান পেরিয়ে, খুলে যাচ্ছে একটি পুরানো বাড়ির দরজা। সেই দরজার খুলতেই সামনে এল একটা পুরানোবাড়ির ভাঙা দেওয়াল। সেই দেওয়ালেই কাঠের কাঠামোয় বড় বড় করে ফুটে উঠছে গৃহপ্রবেশ।
আরও পড়ুন: ‘উপহারের মতো সন্তান আমাদের জীবনে আসে, আমরা সাদরে গ্রহণ করি…’! মাতৃ দিবসে অকপট ‘মিশকা’ অহনা দত্ত
আর সেই গৃহপ্রবেশ ঘিরেই ছবির কলাকুশলীদের নাম। দেওয়াল জুড়ে লেখা শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, জিতু কমল, সোহিনী সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ভিডিয়োটি শেয়ার করে নির্মাতারা ক্যাপশনে লিখেছেন, ‘গল্প হল শুরু...’।
এই পোস্টার থেকেই আন্দাজ করা যাচ্ছে কোনও পুরানো বোনেদি বাড়ির গল্প উঠে আসবে ছবিতে। সেই বাড়ির সদস্যদের ঘরে ফেরা আর একজনের সঙ্গে অন্যজনের সম্পর্কের গল্প বলবে এই ছবি। উঠে আসবে শিকরের কাছে ফিরে আসার গল্প। তবে এটা সবটাই ছবির পোস্টার দেখে অনুমান মাত্র। আসলে শুভশ্রী, রুদ্রনীলরা ছবিতে কোন গল্প নিয়ে ধরা দেবেন তাঁর উত্তর লুকিয়ে ভবিষতে।
আরও পড়ুন: টেস্ট ক্রিকেটে অবসর ঘোষণা পর অনুষ্কাকে নিয়ে মুম্বই ছাড়লেন বিরাট! স্ত্রীকে নিয়ে কোথায় গেলেন?
ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। সব মিলিয়ে এই ছবি নিয়ে দর্শকরা যে বেশ উচ্ছ্বসিত তা বলাই বাহুল্য। একজন লেখেন, ‘খুবই খুশির খবর’। আর একজন লেখেন, ‘অনেক শুভকামনা’, আর এক অনুরাগী লেখেন, ‘আর অপেক্ষা করতে পারছি না।’ শুভশ্রীর এক ফ্যানক্লাবের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘শুভ শুভ’।