১৪ বছর টেস্ট ক্রিকেট খেলার পর অবসর ঘোষণা করলেন বিরাট কোহলি। তাঁর এই ঘোষণায় খুব স্বাভাবিক ভাবেই বিরাট-ভক্তদের মনখারাপ। তবে এই আবহেই অনুষ্কা শর্মাকে সঙ্গে নিয়ে মুম্বই ছাড়লেন বিরাট। স্ত্রীকে নিয়ে কোথায় উড়ে গেলে তিনি? বিমানবন্দরে বিরাট কোহলি ক্যামেরার সামনে হাসিমুখে খোশ মেজাজে পোজও দিলেন।
ইনস্টাগ্রামে তাঁর এই খবর প্রকাশ্যে আসার মাত্র কয়েক ঘন্টা পর সোমবার মুম্বই বিমানবন্দরে বিরাটের সঙ্গে অনুষ্কাকে দেখা গেল। টেস্ট থেকে অবসর ঘোষণার পর এই প্রথম তিনি জনসমক্ষে উপস্থিত হলেন।
বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে বিমানবন্দরে পাপারাৎজিদের ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গিয়েছে। বিমানবন্দরে বেড়াতে গিয়ে বিরাট সাদা টি-শার্ট এবং বেইজ রঙের ট্রাউজার পরেছিলেন, অন্যদিকে অনুষ্কা একটি নানা রঙের ভরা শার্ট এবং জিন্স পরেছিলেন।
দম্পতিকে কেবল বিমানবন্দরে প্রবেশ করতেই দেখা যায়নি। পাশাপাশি বেশ তাড়ার মধ্যেই ছিলেন তাঁরা। তবে তার সত্ত্বেও বিরাট এবং অনুষ্কা কিছুটা সময় নিয়ে হেসে ছবি তোলেন, তারপর বিমানবন্দরের ভেতর তাঁদের প্রবেশ করতে দেখা যায়। আসলে তাড়ায় থাকলেও তাঁরা অপেক্ষারত পাপারাৎজিদের সৌজন্য দেখাতে ভোলেননি। তবে প্লেনে করে কোথায় পাড়ি দিলেন তাঁরা তা অবশ্য এখনও জানা যায়নি।
আরও পড়ুন: ‘উপহারের মতো সন্তান আমাদের জীবনে আসে, আমরা সাদরে গ্রহণ করি…’! মাতৃ দিবসে অকপট ‘মিশকা’ অহনা দত্ত
ইংল্যান্ড সফরের মাত্র এক মাসের কিছু বেশি সময় বাকি থাকতেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন বিরাট কোহলি। সহ-ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর মাত্র কয়েকদিন পর ৩৬ বছর বয়সী বিরাটও এই সিদ্ধান্ত নিলেন। সোমবার ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে এই খবর ভাগ করে নেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
তিনি লেখেন, '১৪ বছর হয়ে গেল, যখন আমি টেস্ট ক্রিকেটে প্রথমবার ভারতের ব্যাগি ব্লু টুপি পরি। আমি সত্যিই ভাবতে পারিনি যে, এই ফর্ম্যাটে আমার যাত্রা এত দীর্ঘ হবে। এই ফর্ম্যাট আমাকে যাচাই করেছে, আমাকে গড়ে তুলেছে এবং আমাকে শিক্ষা দিয়েছে যা আমি সারা জীবন বয়ে বেড়াব।’
কোহলি আরও লেখেন, ‘এই ফর্ম্যাট থেকে আমি সরে দাঁড়াচ্ছি, যে সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ নয়। তবে এটাই যথাযথ মনে হচ্ছে। আমার যা ছিল, সবটুকু নিংড়ে দিয়েছি। প্রতিদানে যা পেয়েছি, তা কখনও কল্পনাও করতে পারিনি। অত্যন্ত কৃতিজ্ঞ চিত্তেই আমি সরে যাচ্ছি। আমি সর্বদা প্রসন্নচিত্তে আমার টেস্ট কেরিয়ারের দিকে ফিরে তাকাব।’