বাংলা নিউজ > বায়োস্কোপ > Ira-Nupur Marriage: স্যান্ডো গেঞ্জি-হাফ প্যান্ট পরে ছাদনাতলায় নূপুর শিখরে! লেহেঙ্গা পরে বিয়ে করলেন আমির কন্যা ইরা
পরবর্তী খবর
Ira-Nupur Marriage: স্যান্ডো গেঞ্জি-হাফ প্যান্ট পরে ছাদনাতলায় নূপুর শিখরে! লেহেঙ্গা পরে বিয়ে করলেন আমির কন্যা ইরা
1 মিনিটে পড়ুন Updated: 03 Jan 2024, 09:49 PM ISTSubhasmita Kanji
Ira-Nupur Marriage: অবশেষে চার হাত এক হল নূপুর এবং ইরার। প্রকাশ্যে এল আমির কন্যার বিয়ের ফুটেজ।
বিয়ে করলেন আমির কন্যা ইরা
বিয়ে সারলেন আমির খানের মেয়ে। প্রকাশ্যে এল ইরা খান এবং নূপুর শিখরের বিয়ের প্রথম ঝলক। পরিবারের উপস্থিতিতে আইনি মতে বিয়ে করলেন ওঁরা।
ইরা এবং নূপুরের বিয়ে
ইরা খানের পরনে লেহেঙ্গা। অন্যদিকে নূপুর শিখরের পরনে কেবলই স্যান্ডো গেঞ্জি এবং বক্সার। তাঁদের ঘিরে দাঁড়িয়ে আছেন তাঁদের পরিবারের লোকজন। সকলের উপস্থিতিতে সইসাবুদ করে বিয়ে করলেন ইরা এবং নূপুর। মেয়ের বিয়েতে আমির খানকে বেইজ রঙের একটি পঞ্জাবি এবং গোলাপি পাগড়িতে দেখা যাচ্ছে। তাঁর পাশেই দাঁড়িয়ে তাঁর প্রথম স্ত্রী এবং ইরার মা রীনা দত্ত। মঞ্চে এদিন আমির খানের দ্বিতীয় এবং প্রাক্তন স্ত্রী কিরণ রাওকেও দেখা যায়। তিনি ইরা নূপুরের বিয়ের মুহূর্ত ফোনে ক্যামেরা বন্দি করতে ব্যস্ত ছিলেন। মঞ্চে ছিলেন নূপুরের পরিবারের লোকজনও।