প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী গীতা সিদ্ধার্থ কাক। গতকাল সন্ধ্যায় মুম্বইতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৭২ সালে গুলজার পরিচালিত 'পরিচয়' দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। সিনেমাতে জিতেন্দ্র ও জয়া ভাদুড়ির সঙ্গে স্ক্রিন শেয়ার করেন। পরের বছরই এম এস সথ্যুর 'গরম হাওয়া'-তে অভিনয় করেন তিনি। জাতীয় পুরস্কারের সেরা ফিচার ফিল্ম বিভাগে সেরা হয় 'গরম হাওয়া'। আমিনার চরিত্রে গীতার অভিনয় সমালোচকদের প্রশংসা পায়। অভিনয়ের জন্য ফিল্ম ফেয়ারে তাঁকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়।
সত্তর-আশির দশকে বলিউডে পরিচিত মুখ ছিলেন গীতা। শোলে, ত্রিশূল, ডিস্কো ডান্সার, দেশপ্রমী, রাম তেরি গঙ্গা মাইলির মতো সিনেমায় অভিনয় করেন তিনি।
তথ্যনির্মাতা ও টেলিভিশনের সঞ্চালক-প্রয়োজক সিদ্ধার্থ কাকের সঙ্গে বিয়ে হয় গীতার। সিদ্ধার্থ দূরদর্শনে বিথ্যাত কালচার ম্যাগাজিন 'সুরভী'-র জন্য পরিচিত ছিলেন। সেই ম্যাগাজিনে আর্ট ডিরেক্টর ছিলেন গীতা।