লোকসভা নির্বাচন নিয়ে একবার তিনি বলেছেন, ব্র্যান্ড মোদী অপরাজেয় নয়। কোনও নেতা–নেত্রী মোদীকে চ্যালেঞ্জ জানাতে পারবেন কিনা জানি না, তবে জনগণ এখন মোদীকে চ্যালেঞ্জ করছেন। আবার কখনও বলছেন, ২০১৯ সালের মতো ফল হবে বিজেপির। এই নানা কথা যিনি বলছেন, ভবিষ্যদ্বাণী করছেন তিনি হলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। এসব কথা বললেও তাঁর নজর কিন্তু বিহার রাজ্যেই। এই বিহারে ২০২৫ সালে বিধানসভা নির্বাচন রয়েছে। তাহলে কি এবার জন সূরযকে পার্টি করে বিধানসভা নির্বাচনে লড়বেন প্রশান্ত কিশোর? উঠছে প্রশ্ন।
নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট হিসাবে তিনি সাফল্য পেয়েছেন বারবার। তাই তাঁর কথা সহজে কেউ ফেলে দিতে পারেন না। একুশের বিধানসভা নির্বাচনে বাংলার ফল মিলিয়ে দিয়ে ছিলেন। আর এবার এক সাক্ষাৎকারে পিকে বলেন, ‘২০২৫ সালে বিহারে জন সূরয জিতে ক্ষমতায় আসবে। ২৪৩ আসনে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে জন সূরয। পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিধানসভা গঠন করবে। আমি লিখে দিচ্ছি, জন সূরয ২০২৫ সালে নিজের দমে বিহারের ভোটে জিতবে। যদি জন সূরয সফল না হয় তাহলে নিজের সমস্ত প্রয়াস ছেড়ে দেব।’ জোর গলায় এই দাবি করেছেন তিনি। সুতরাং তাঁর হাতে তৈরি জন সূরয আগামী দিনে বিহারের ভোটে বড় চমক। এখন প্রশ্ন হচ্ছে, তাঁর হাতে তৈরি জন সূরয প্রতিদ্বন্দ্বিতা করলে পিকে’র ভূমিকা কী হবে?
আরও পড়ুন: ‘উত্তর কলকাতার মানুষ আপনার জামানত জব্দ করবে’, নাম না করে তাপসকে তোপ মমতার