আগামী ১ জুন শেষ দফায় ভোট রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার ৯ টি কেন্দ্রে। তার আগে সুন্দরবন পুলিশ জেলার সুপারসহ ৩ আধিকারিককে সরিয়ে দিল কমিশন। কেন তাদের সরিয়ে দেওয়া হল সে বিষয়টি কমিশনের তরফে নির্দিষ্টভাবে জানানো হয়নি। তবে আজ বেলা ৩ টের মধ্যে ওই ৩ আধিকারিকের জায়গায় নতুন নামের প্রস্তাব পাঠাতে বলেছে কমিশন।
আরও পড়ুন: ছিল পক্ষপাতিত্বের অভিযোগ, পুরুল্যার SP-সহ ৪ পুলিশ অফিসারকে বদলির নির্দেশ কমিশনের
সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও নালাভাথ ছাড়াও আরও যে দুজন আধিকারিককে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা হলেন মিনাখাঁর এসডিপিও আমিনুল ইসলাম খান এবং উত্তর ২৪ পরগনার রহড়া থানার আইসি দেবাশিস সরকার। যদিও তাঁদের সরিয়ে দেওয়ার কারণ জানা যায়নি তবে সন্দেশখালি কাণ্ডে আমিনুল ইসলাম খানের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে দুটি বিজ্ঞপ্তি জারি করে তিন পুলিশ আধিকারিককে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। সেক্ষেত্রে নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত নয় এমন কোনও পদে তাদের বদলি করতে বলা হয়েছে।
উল্লেখ্য, এর আগে উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক (বসিরহাট) দিব্যা লোঙ্গানাথনকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। পাশপাশি কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক রশ্মি কামালকে সরিয়ে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন জানিয়েছিল, এই দুই আধিকারিক নির্বাচনী কাজে যুক্ত থাকতে পারবেন না।