
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আগামী ১৩ নভেম্বর ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। তার আগে আরও অস্বস্তিতে পড়লেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এবার হেমন্তের ঘনিষ্ঠ সহযোগী তথা ব্যক্তিগত সচিব সুনীল শ্রীবাস্তবের বাড়িতে হানা দিল আয়কর দফতর। আজ শনিবার রাঁচি এবং জামশেদপুরে সুনীল শ্রীবাস্তবের সঙ্গে সম্পর্কিত কমপক্ষে ১৭ টি স্থানে অভিযান চালায় কেন্দ্রীয় সংস্থা। নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসার ঠিক আগেই কেন্দ্রীয় সংস্থার এমন পদক্ষেপের তীব্র নিন্দা করেছে বিরোধীরা। তারা আয়কর দফতরের হানাকে উদ্দেশ্যেপ্রণোদিত বলে অভিযোগ করেছে।
আরও পড়ুন: ভোটের আগে অস্বস্তিতে JMM, বিজেপিতে যোগ দিলেন হেমন্ত সোরেনের প্রস্তাবক মুর্মু
জানা গিয়েছে, এ দিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে এইসব জায়গায় হানা দেয় আয়কর দফতর। যার মধ্যে হেমন্ত সোরেনের ব্যক্তিগত সচিব সুনীল শ্রীবাস্তবের রাঁচির ৪ নম্বর অশোক নগর রোডের বাড়িতেও হানা দেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, তাঁর বাড়ির চারপাশ ঘিরে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সূত্রের খবর, আয়কর দফতর কর ফাঁকির অভিযোগে এই অভিযান চালায়। আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, শ্রীবাস্তব কর প্রদানের সঙ্গে সম্পর্কিত কিছু অসঙ্গতির সঙ্গে জড়িত ছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে আয়কর বিভাগের তরফে এদিন অভিযান চালানো হয়।
এদিনের আয়কর প্রতিক্রিয়ায় কংগ্রেস বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন। ঝাড়খণ্ডের কংগ্রেস নেতা রাকেশ সিনহা বলেছেন, বিজেপির নির্দেশে কাজ করছে সংস্থাগুলি। ঝাড়খণ্ডের জন্য এটা নতুন কিছু নয়। তারা রাজ্যে বিরোধী নেতাদের এবং তাদের ব্যক্তিগত কর্মীদের বিরুদ্ধ অভিযান চালিয়ে যাচ্ছে। শুধু মাত্র বিরোধী।নেতাদের ওপর চাপ সৃষ্টি করার জন্য তারা এই ধরনের পদক্ষেপ করছে।’
এর আগে গত ২৬ অক্টোবর রাঁচি, জামশেদপুর, গিরিডি এবং কলকাতার ৩৫টি স্থানে অভিযান চালিয়েছিল আয়কর দফতর। সেই সময় বেনামি সম্পত্তি এবং প্রায় ১৫০ কোটি টাকার বিনিয়োগ সংক্রান্ত নথি বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় সংস্থা।
এছাড়াও, হিসেব বহির্ভূত ৭০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল। তারও আগে ১৪ অক্টোবর ইডি জল জীবন মিশনের অধীন প্রকল্পগুলিতে অনিয়মের অভিযোগে হেমন্ত সোরেন সরকারের মন্ত্রিপরিষদের মন্ত্রী মিথিলেশ ঠাকুরের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল। ইডি মিথিলেশের ভাই বিনয় ঠাকুর, তাঁর ব্যক্তিগত সচিব হরেন্দ্র সিংয়ের বাড়ি সহ সেই সময় ২০ টি জায়গায় অভিযান চালিয়েছিল। আর এবার হেমন্তের ব্যক্তিগত সচিবের বাড়িতে হানা দিল।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports