অনলাইন বেটিং অ্যাপ নিয়ে ছত্তিশগড়ের রাজনীতি উত্তপ্ত। মহাদেব বেটিং অ্যাপের মালিকের কাছে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বিরুদ্ধে।সেই আবহে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার ঠিক আগের দিন বেটিং অ্যাপ নিষিদ্ধ করার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। দুই পাতার চিঠিতে বাঘেল দাবি করেছেন, অবৈধ বেটিং অ্যাপ এখন দেশব্যাপী ব্যবসায় পরিণত হচ্ছে, যা বিদেশ থেকে নির্দিষ্ট ব্যক্তিদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। অবিলম্বে এই বেটিং অ্যাপ বন্ধ করা প্রয়োজন।
আরও পড়ুন: 'মহাদেবকেও ছাড়ছে না কংগ্রেস', বেটিং অ্যাপ কাণ্ডে বাঘেলকে আক্রমণ মোদীর
চিঠিতে তিনি লিখেছেন, ‘অনলাইন বেটিংয়ের অবৈধ ব্যবসার সঙ্গে সম্পর্কিত প্ল্যাটফর্ম, ওয়েব, অ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, ইউআরএল প্রভৃতিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা উচিত।’ নিজের এক্স হ্যান্ডেলে চিঠির প্রতিলিপি শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী। চিঠিটি শেয়ার করার সময় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে একটি চিঠি লিখে আমি অনলাইন বেটিংয়ের অবৈধ ব্যবসার সঙ্গে সম্পর্কিত প্ল্যাটফর্ম, ওয়েব, অ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, ইউআরএল সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানিয়েছি।’ তিনি আরও জানান, অবৈধ জুয়া এবং অনলাইন বেটিং ও গেমিং দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। এর অপারেটর এবং মালিকরা বিদেশ থেকে এই অবৈধ ব্যবসা পরিচালনা করছে।
এর পাশাপাশি অনলাইন বেটিং নিয়ে রাজ্য সরকার যে পদক্ষেপ করেছে সেই বিষয়গুলিও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, পুলিশ ২০২২ সালের মার্চ থেকে অনলাইন বেটিংয়ের সঙ্গে যুক্ত ৯০ টিরও বেশি ফৌজদারি মামলা নথিভুক্ত করেছে। এছাড়াও ৪৬০ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৬ কোটি টাকা এবং বেশ কয়েকটি ল্যাপটপ ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে ।