আরজি করের ঘটনার অত্যন্ত বিরক্ত এবং ক্ষুব্ধ ভারতীয় দলের তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। তিনি দোষির স্রেফ ফাঁসির দাবিই করেননি, একই সঙ্গে তাঁকে মেরে হাড়গোড় ভেঙে দেওয়ার দাবি জানান। যদিও পরে বিতর্কের মুখে পড়ে সেই পোস্ট ডিলিটও করে দেন চাহাল।
আরজি কর হাসপাতালে চিকিৎসকদের প্রতিবাদ চলছে দীর্ঘদিন ধরেই। প্রায় দু সপ্তাহ কাটতে চললেও এখনও সব দোষিদের ধরা হয়নি। আরজি কর হাসপাতালে চিকিৎসককে খুন এবং ধর্ষণকাণ্ডে এখনও পর্যন্ত একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশের হাতে দায়িত্ব থাকলেও এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্তভার এসে পৌঁছায় সিবিআইয়ের হাতে। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধেও রয়েছে বিস্তর অভিযোগ। অনিয়ম, হুমকি, দুর্নীতি সেই সঙ্গে উঠছে সত্য ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ। এই আবহে বাংলার সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষই পথে নেমেছেন নির্যাতিতার পরিবারের জন্য বিচার চেয়ে। মুখ্যমন্ত্রী প্রথম থেকেই বলে আসছেন দোষির যেন ফাঁসি হয়। এবার আরজি করের ঘটনার বিতর্কিত পোস্ট করলেন ভারতীয় ক্রিকেট দলের টি২০ বিশ্বকাপজয়ী ক্রিকেটার, বাধ্য হয়ে কয়েক মিনিট পরই করলেন ডিলিট।
আরজি করের ঘটনার অত্যন্ত বিরক্ত এবং ক্ষুব্ধ ভারতীয় দলের তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। তিনি দোষির স্রেফ ফাঁসির দাবিই করেননি, একই সঙ্গে তাঁকে মেরে হাড়গোড় ভেঙে দেওয়ার দাবি জানান। তিনি নিজের ইনস্টাগ্রামে এই ঘটনায় আবেগতাড়িত হয়ে লেখেন, ‘ওদের ফাঁসি দিয়ে দেওয়া হবে? একদমই নয়। আগে ওদের পা ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে ভেঙে দেওয়া হোক। তাঁরপর কলার বোন গুড়ো গুড়ো করে দেওয়া হোক। তাঁদের গোপনাঙ্গে আঘাত দেওয়া হোক। সেই ধর্ষককে বাঁচিয়ে রেখে, সেদিনের অত্যাচারের অভিজ্ঞতা টের পাওয়ানো হোক, তারপর তাঁকে ফাঁসি দেওয়া হোক ’।
বলতে বাকি নেই যে ঘটনায় বেজায় বিরক্ত এবং কষ্ট পেয়েই এমন পোস্ট করেছিলেন যুজবেন্দ্র চাহাল। ভারতের সাধারন মানুষকে আরজি করের নির্মম ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে হয়ত তাঁদের অনেকে একই কথা বলবেন। এই আবহে আবেগতাড়িত হয়ে এমন কড়া ভাষায় পোস্ট করলেও পড়েও অনেকেই প্রশ্ন তোলেন যুজবেন্দ্র চাহালের এমন কঠোর শাস্তির নিদান নিয়ে। তাঁর মতো পাবলিক আইকনের থেকে এমন বার্তা ভুল পথে পরিচালিত করতে পারে মানুষকে, এমন কথাও কয়েকজন বলেন। এরপরই যুজবেন্দ্র চাহাল নিজের শেই পোস্ট ডিলিট করে দেন সোশাল মিডিয়া থেকে।
আর জি করের ঘটনায় চাহালের পোস্ট। ছবি- যুজবেন্দ্র চাহাল (ইনস্টাগ্রাম)
এর আগে ভারতীয় ক্রিকেট দলের টি২০ ফরম্যাটের অধিনায়ক সূর্যকুমার যাদব, কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার, প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংরাও আরজি কর হাসপাতালে হওয়া মর্মান্তিক ঘটনার প্রতিবাদ জানিয়েছিলেন। এবার তাঁদের পথে হেঁটে আরও কড়া ভাষায় দোষির শাস্তি চাইলেন চাহাল। কারণ তিনি নিজের পোস্ট ডিলিট করে দিলেও ইতিমধ্যেই তা সোশাল মিডিয়ায় ছড়িয়ে গেছে।