বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক তথা SA20 লিগের কমিশনার গ্রেম স্মিথ। ভারতের প্রাক্তন অধিনায়ককে একজন দারুণ চেজার হিসেবে উল্লেখ করেছেন তিনি। প্রশংসা করতে গিয়ে সচিন তেন্ডুলকরের কথাও তিনি বলেছেন। গ্রেম স্মিথের মতে বর্তমানে কিংবদন্তি সচিন তেন্ডুলকরকেও ছাড়িয়ে গেছেন বিরাট কোহলি। সচিন তেন্ডুলকরের ৪৯ ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডের সমান হতে আর মাত্র এক সেঞ্চুরি দূরে রয়েছেন বিরাট কোহলি।
গ্রেম স্মিথ বলেছেন, ‘বিরাটের ক্যারিয়ারটা দারুণ। আমি মনে করি, আপনি যখন তার একদিনের পরিসংখ্যান এবং রেকর্ডের দিকে তাকান, তখন আপনার মাথা ঘুরে যাবে। আমি মনে করি সে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের মাধ্যমে যে গুণ গুলো তৈরি করেছে তাতে করে সে সচিনকেও টপকে গিয়েছে। তিনি মেধাবী, বিশেষ করে চেজের ক্ষেত্রে। যেভাবে সে ম্যাচকে নিয়ন্ত্রণ করে রান তাড়া করে।’
গ্রেম স্মিথ আরও বলেছেন, ‘তার চারপাশের পরিস্থিতি যাই হোক না কেন একদিনের খেলা খেলার তার ক্ষমতা। চাপ সামলানোর ক্ষেত্রে রোহিত শর্মার সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ব্যাট হাতে তিনি দারুণ খেলেন। তিনি একজন সুপারস্টার। আমি বলতে চাই বিরাট কোহলিকে নিয়ে অনেক কিছু বলা হয়েছে কিন্তু বিরাট কোহলির ওয়ানডে রেকর্ড কতটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো তা নিয়ে যথেষ্ট কথা হয়েছে বলে আমি মনে করি না। তার একদিনের রেকর্ড মন ছুঁয়ে যায়।’ আসলে বিরাট কোহলির রান চেজ করার ক্ষমতা দেখে মুগ্ধ হয়েছেন দক্ষিণ আফ্রিকার এই তারকা। এখন দেখার বিশ্বকাপের বাকি ম্যাচেতে বিরাট কোহলি কেমন পারফরমেন্স করেন।
ভারতীয় দল এখন পর্যন্ত বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছে। টুর্নামেন্টে অপরাজিত থাকার জন্য প্রত্যয়ীভাবে ছয়টি ম্যাচ জিতেছে তারা। তৃতীয় ওয়ানডে বিশ্বকাপ জেতার জন্য দল হিসাবে লড়াই করছে এবং পারফর্ম করছে। এই টুর্নামেন্টটি এখন পর্যন্ত যেভাবে শেষ হয়েছে, গ্রেম স্মিথ মনে করেন যে আইসিসি বিশ্বকাপ ২০২৩ পয়েন্ট টেবিলের বর্তমান শীর্ষ-চার সেমিফাইনালে উঠবে। তিনি বলেন, ‘ভবিষ্যদ্বাণী করা সবসময়ই কঠিন। আমি মনে হয়, শীর্ষে ভারত, দক্ষিণ আফ্রিকা দুই, নিউজিল্যান্ড তিন এবং অস্ট্রেলিয়া চার নম্বরে রয়েছে। আমি মনে করি সম্ভবত এটিই নকআউট পর্বের জন্য আপনার সম্ভাব্য শীর্ষ চার হতে চলেছে।’ তাঁর মতে দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যে ফাইনাল হতে পারে।