Virat Kohli's current address: তাহলে কি ফাঁস হল বিরাট কোহলির লন্ডনের ঠিকানা? প্রাক্তন ইংল্যান্ড তারকা দিলেন বড় ইঙ্গিত! প্রাক্তন ইংল্যান্ড ব্যাটার জোনাথন ট্রট ইঙ্গিত দিয়েছেন যে, ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলি বর্তমানে লন্ডনের সেন্ট জন’স উড এলাকায় বসবাস করছেন। জানা গেছে, বিরাট সম্প্রতি তার পরিবারসহ কিছু সময়ের জন্য লন্ডনে স্থানান্তরিত হয়েছেন এবং গত এক মাস ধরে শহরের বিভিন্ন এলাকায় তাকে দেখা গেছে। যদিও একাধিক প্রতিবেদন থেকে তার থাকার জায়গা সম্পর্কে অনুমান করা হয়েছিল, তবে তার অফিসিয়াল ঠিকানা নিশ্চিত করা যায়নি।
এর আগে দ্য টেলিগ্রাফ-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে কোহলি নটিং হিলে থাকছেন। তবে স্টার স্পোর্টস-এর একটি আলোচনায় কোহলি প্রসঙ্গে কথা বলতে গিয়ে ট্রট ইঙ্গিত দেন যে তিনি এখন সেন্ট জন’স উড আবাসিক এলাকায় থাকছেন। এই এলাকা উত্তর-পশ্চিম লন্ডনে অবস্থিত এবং তার সুন্দর বাড়িগুলোর জন্য বিখ্যাত।
ট্রট বলেন, ‘সে কি সেন্ট জন’স উড বা তার আশেপাশে থাকে না? ওকে কি আবার ফিরিয়ে আনা যায় না?’ এর আগে, ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য শুভমন গিলের ভূয়সী প্রশংসা করেন বিরাট কোহলি এবং তিনি বলেন, ‘সে এই সবকিছুর যোগ্য।’ ইংল্যান্ড সফরের চলতি পাঁচ ম্যাচের সিরিজে মাত্র চার ইনিংসে ৫০০ রানের মাইলফলক ছুঁয়ে নিজের তৃতীয় এবং পরপর দ্বিতীয় সেঞ্চুরি করেন গিল।
২৫ বছর বয়সি এই অধিনায়ক ১৬২ বলে ১৩টি চার এবং ৮টি ছয়ের সাহায্যে ১৬১ রান করেন, প্রথম ইনিংসে করা ২৬৯ রানের পর এটি তার দ্বিতীয় ইনিংসে শতরান। এর ফলে তিনি কিংবদন্তি সুনীল গাভাসকরের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে একটি টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করার নজির গড়েন।
সোশ্যাল মিডিয়ায় কোহলি লিখেছেন, ‘সুন্দর ইনিংস। ইতিহাস নতুন করে লিখছে। এখান থেকে কেবল ওপরে যাওয়ার পথ। তুমি এর যোগ্য।’ বিরাট কোহলি কয়েক মাস আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং বর্তমানে লন্ডনে স্থায়ী হয়েছেন। গিল দ্বিতীয় টেস্টের দুই ইনিংস মিলিয়ে করেছেন ৪৩০ রান, যা একটি টেস্টে ব্যাটারের দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। এই রেকর্ডের শীর্ষে আছেন গ্রাহাম গুচ, যিনি ১৯৯০ সালে লর্ডসে ভারতের বিরুদ্ধে ৩৩৩ ও ১২৩ রানের ইনিংস খেলে করেছিলেন মোট ৪৫৬ রান।