শুক্রবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক অনবদ্য শতরান করেছেন ক্লাসেন। এর পরেই তিনি জানিয়েছেন, তাঁর ক্রিকেট ক্যারিয়ারে কতটা প্রভাব রয়েছে প্রোটিয়া কিংবদন্তি এবি ডি'ভিলিয়ার্সের। পাশাপাশি অদূর ভবিষ্যতে এবি ডি'ভিলিয়ার্সের মতন খেলারও অঙ্গীকার শোনা গিয়েছে তাঁর গলাতে।
এনরিখ ক্লাসেন।
শুভব্রত মুখার্জি: চলতি মরশুমে স্বপ্নের ফর্মে রয়েছেন প্রোটিয়া ব্যাটার এনরিখ ক্লাসেন। অসাধারণ ব্যাটিং করছেন সাদা বলের ফর্ম্যাটে। সামনেই রয়েছে ওডিআই বিশ্বকাপের আসর। তার আগে ক্লাসেনের এই ফর্মে স্বস্তিতে রয়েছে প্রোটিয়া টিম ম্যানেজমেন্টও। বিশ্বকাপের দলে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠতে পারেন তিনি এমনটাই মত বিশেষজ্ঞদের। শুক্রবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক অনবদ্য মারকুটে শতরান করেন তিনি। এর পরেই ক্লাসেন জানিয়েছেন, তাঁর ক্রিকেটীয় ক্যারিয়ারে কতটা প্রভাব রয়েছে কিংবদন্তি প্রোটিয়া ক্রিকেটার এবি ডি'ভিলিয়ার্সের। পাশাপাশি অদূর ভবিষ্যতে এবি ডি'ভিলিয়ার্সের মতন খেলারও অঙ্গীকার শোনা গিয়েছে তাঁর গলাতে।
চলতি বছরে প্রোটিয়াদের হয়ে ১০টি ওয়ানডে ম্যাচে খেলেছেন তিনি। যার মধ্যে ন'টি ইনিংসে ব্যাট করেছেন তিনি। করেছেন ৫২১ রান। গড় ৬৫.১২। স্ট্রাইক রেট ১৫৫'র একটু বেশি। রয়েছে দু'টি শতরান এবং একটি অর্ধশতরান। সর্বোচ্চ স্কোর ১৭৪ রান। যা তিনি শুক্রবারই করেছেন অজিদের বিরুদ্ধে। তাঁর দুরন্ত ইনিংসে ভর করেই অজিদের বিরুদ্ধে ৫ উইকেট হারিয়ে ৪১৬ রানের বিরাট স্কোর করতে সমর্থ হয় প্রোটিয়া বাহিনী। মাত্র ৮৩ বল খেলে ১৭৪ রান করেন তিনি। তাঁর ইনিংসে তিনি মারেন ১৩ টি চার এবং ১৩ টি ছয়। ফলে অজিদের বিরুদ্ধে ১৬৪ রানের বিরাট ব্যবধানে জয় তুলে নেয় প্রোটিয়া বাহিনী। পাঁচ ম্যাচে সিরিজে ২-২ করে সমতায় ফেরে তাঁরা।