পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মঙ্গলবার রাতে মুলতান সুলতানস ও লাহোর কালান্দার্সের মধ্যকার ম্যাচে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। এই ঘটনার কেন্দ্রে ছিলেন তরুণ পেসার উবায়েদ শাহ, যিনি অসাধারণ এক স্পেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার পাশাপাশি একটি অনিচ্ছাকৃত ধাক্কায় নিজের সতীর্থকে আঘাত করে বসেন, যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ঘটনাটি ঘটে যখন উবায়েদ শাহ বিপজ্জনক ব্যাটসম্যান স্যাম বিলিংসকে আউট করেন, যিনি লাহোরের ২২৬ রানের বিশাল লক্ষ্য তাড়ার মূল ভরসা ছিলেন। উত্তেজনায় আত্মহারা হয়ে উবায়েদ ঘুরে দাঁড়ান ও লাফিয়ে আনন্দ প্রকাশ করেন। এই সময়েই তিনি হাত মেলাতে গিয়ে উইকেটকিপার উসমান খানের মাথায় আঘাত করে বসেন।
উসমান তখন কেবল ক্যাপ পরা অবস্থায় ছিলেন, হেলমেট না থাকায় তিনি কিছুটা ঘাবড়ে যান এবং সঙ্গে সঙ্গেই মুলতান শিবিরে উদ্বেগ দেখা দেয়। তবে দ্রুত মেডিক্যাল চেক-আপের পর নিশ্চিত করা হয়, বড় কিছু অঘটন ঘটেনি। উসমান পরে আঙ্গুল দেখিয়ে সকলের দুশ্চিন্তা দূর করেন।
আরও পড়ুন … পাকিস্তানের সঙ্গে আর কোনও ক্রিকেট নয়… কাশ্মীরে সন্ত্রাসী হামলার পরে রাগে ফুঁসছেন বাংলার ক্রিকেটার
এই মুহূর্তটি ক্যামেরাবন্দি হয় এবং দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, পিএসএলের অন্যতম আলোচিত মুহূর্তে পরিণত হয়।
দেখুন সেই ভিডিয়ো-
তবে এই অনিচ্ছাকৃত ঘটনার বাইরেও উবায়েদের ম্যাচে প্রভাব ছিল বিশাল। তিনি ৩৭ রান দিয়ে ৩টি উইকেট নেন এবং মুলতান সুলতানসকে ৩৩ রানের জয়ে সাহায্য করেন। এটি ছিল চলতি আসরে মুলতানের প্রথম জয়, টানা তিন পরাজয়ের পর পাওয়া গুরুত্বপূর্ণ জয়।
আরও পড়ুন … অভিষেক নায়ারকে সরিয়ে দেওয়া হচ্ছে জানতেন না রোহিত শর্মা! সামনে এল বড় আপডেট
এর আগে মুলতান সুলতানস ব্যাটিংয়ে ২২৯ রানের বিশাল স্কোর করে। জবাবে লাহোর কালান্দার্স ইনিংসের শুরুটা ভালো করলেও, মাঝপথেই ছন্দপতন ঘটে। শুরুতে ৪ ওভারে ৩৮ রান করে তারা, এরপর মহম্মদ নঈম আউট হয়ে যান। ফখর জামান মাত্র ১৪ বলে ৩২ রানের বিস্ফোরক ইনিংস খেললেও তাঁর আউটের পর ছন্দ হারায় লাহোর।
আরও পড়ুন … সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদ IPL 2025- এ! SRH vs MI ম্যাচে দেখা যাবে না আতশবাজি, চিয়ারলিডার