বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো বেশ ভাইরাল হচ্ছে, যেখানে ক্রিকেট ভক্তদের স্টেশন থেকেই বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনিদের খেলা উপভোগ করতে দেখা গিয়েছে। আসলে ২২ মার্চ IPL 2024 মরশুমের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। দারুণ এক অ্যাকশন-প্যাকড এই ম্যাচটি দেখতে ভক্তেরা চিপক স্টেডিয়ামে ভিড় করেছিলেন। তবে অনেক ভক্তই সেই ম্যাচের টিকিট পাননি। এরপরেই তারা বিকল্প পথ খুঁজে বের করেন। সেই ভিডিয়ো এবার সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়।
আরও পড়ুন… ভিডিয়ো: শিবম আউট হতেই মাঠে এলেন রিজভি! ধোনি নাকি রুতুরাজ, বোঝা গেল CSK-র আসল নেতা কে?
ভিডিয়োটি চিপক রেলওয়ে স্টেশনের। ভিডিয়োতে দেখা যাচ্ছে চিপক রেল স্টেশনের ভেন্টের সামনে সারিবদ্ধভাবে ক্রিকেট উৎসাহীরা ভিড় করে দাঁড়িয়েছিলেন। দেখা যায় তারা স্টেশনের ফাঁকা জায়গা থেকে ম্যাচের স্বাদ উপভোগ করছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। এই ভিডিয়োটি শেয়ার করে ভক্তেরা লিখেছেন, ‘চিপকের স্টেডিয়ামের টিকিটের দাম ১৫০০ টাকা। চিপক স্টেশনের প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা।’ অর্থাৎ ১৫০০ টাকার মজা ১০ টাকাতে পাওয়ার অভিনব উপায়কে তুলে ধরা হয়েছে।
এই ভিডিয়োতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গুলুরুর বোলারকে বল করতে দেখা যাচ্ছে। সেই সময়ে ক্রিজে ব্যাট করছিলেন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা। তবে অনেকটা দূর থেকে এই খেলাটা দেখতে পাওয়া যাচ্ছিল, সেই কারণে অবশ্য পুরো মাঠকে দেখা না গেলেও চিপকের বাইশ গজকে দেখা যাচ্ছিল। এবং পিচের মধ্যে যা হচ্ছিল সেটাও লক্ষ্য করা যাচ্ছিল। দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছিলেন ভক্তেরা।
এই ম্যাচের কথা বললে, প্রথমে ব্যাট করতে নেমে নির্ধানিরত ২০ ওভারে ১৭৩/৬ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যার জবাবে ১৮.৪ ওভারে ১৭৬/৪ রান তোলে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচ ৬ উইকেটে জেতে চেন্নাই। এই ম্যাচে জিতে আইপিএল ২০২৪-এর অভিযান শুরু করেছে ধোনির চেন্নাই সুপার কিংস। নিজেদের পরের ম্যাচে গুজরাট টাইটানসের বিরুদ্ধে খেলতে নেমেছিল চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচে রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস IPL 2024-এ তাদের টানা দ্বিতীয় জয় নথিভুক্ত করেছে। মঙ্গলবার চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে গুজরাট টাইটান্সকে তারা ৬৩ রানে হারিয়েছে। শিবম দুবে এবং রচিন রবীন্দ্রের ঝোড়ো ব্যাটিংয়ের ভিত্তিতে চেন্নাই সুপার কিংস ২০৬/৬ এর বিশাল স্কোর করেছিল। জবাবে গুজরাট দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৪৩ রান তুলতে পারে।