
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
জেতাটা যেন ছিল সময়ের অপেক্ষা। প্রথমে রাধা যাদব এবং মারিজান ক্যাপের দাপটে ইউপি ওয়ারিয়র্জের ব্যাটিং অর্ডার একেবারে কেঁপে যায়। তারা টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১১৯ রানে গুটিয়ে গিয়েছিল। আর সেই রান তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালসের দুই ওপেনার- মেগ ল্যানিং এবং শেফালি বর্মা মিলে ঝড় তুলে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন।
ইউপি তাদের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেও, ২ রানে হেরেছিল। এবার তো গোহারান হারল। দিল্লি আবার তাদের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ওভারের থ্রিলারে ৪ উইকেটে হেরে গিয়েছিল। তবে সোমবার ইউপি-কে হারিয়ে টুর্নামেন্টে পয়েন্টের খাতা খুলল দিল্লি।
আরও পড়ুন: যাদের টেস্ট খেলার খিদে নেই… জুরেল সহ তরুণদের নিয়ে উচ্ছ্বসিত হলেও, ঘুরিয়ে ইশানদের ঠুকলেন রোহিত
এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই নড়বড় করছিল ইউপি ওয়ারিয়র্জ। দলের মাত্র ১৬ রানের মধ্যে তিন উইকেট পড়ে গিয়েছিল তাদের। ৫৭ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসেছিল ইউপি। একমাত্র শ্বেতা সেহরাওয়াত ছাড়া কেউ বড় রান করতেই পারেননি। শ্বেতা পাঁচটি চার এবং একটি ছয়ের হাত ধরে ৪২ বলে ৪৫ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এর বাইরে ২০ রানের গণ্ডিই কেউ টপকাতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করেছেন গ্রেস হ্যারিস। ওপেন করতে নেমে ১৩ রান করেছিলেন দলের অধিনায়ক অ্যালিসা হিলি। এছাড়া ১০ করে রান করেছিলেন কিরণ নভগি
আরও পড়ুন: এখন রান করলে চতু্র্থ ইনিংসে.… ৯০ করার সময়ে কী ভাবছিলেন, অকপটে জানালেন ম্যাচের সেরা জুরেল
১৬ রানের মধ্যে তিন উইকেট তুলে নিয়ে মারিজান ক্যাপ প্রথমেই চাপে ফেলে দিয়েছিল ইউপি-কে। এর পর আসরে নামেন রাধা যাদব। বাকি মিডল অর্ডার গুঁড়িয়ে দেন তিনি। ক্যাপ নেন ৩ উইকেট। চার উইকেট নেন রাধা।
রান তাড়া করতে নেমে মেগ ল্যানিং এবং শেফালি বর্মা মিলে ছারখার করে দেন ইউপি-র বোলিংকে। ঝোড়ো গতিতে তারা রান তুলতে থাকেন। ১১৯ রানের পার্টনারশিপের পর মেগকে ফেরান সোফি একলেস্টোন। তখন জয়ের জন্য আর মাত্র ১ রান দরকার ছিল। পরিবর্তে জেমি রডরিগেজ এসে চার হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করে দেন। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক মেগ ল্যানিং ৬টি চারের হাত ধরে ৪৩ বলে ৫১ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন। ৪৩ বলে ৬৪ করে অপরাজিত থাকেন শেফালি বর্মা। হাঁকান ৬টি চার এবং ৪টি ছক্কা। ১৪.৩ ওভারে ১ উইকেটে ১২৩ রান করে ম্যাচ পকেটে পুড়ে ফেলে দিল্লি।
৳7,777 IPL 2025 Sports Bonus