বাংলা নিউজ > ক্রিকেট > ODI World Cup-এর আগে প্রকাশিত প্রস্তুতি ম্যাচের পূর্ণাঙ্গ সূচি, জেনে নিন ভারতের ম্যাচ কবে কোথায় রয়েছে
পরবর্তী খবর
ODI World Cup-এর আগে প্রকাশিত প্রস্তুতি ম্যাচের পূর্ণাঙ্গ সূচি, জেনে নিন ভারতের ম্যাচ কবে কোথায় রয়েছে
1 মিনিটে পড়ুন Updated: 23 Aug 2023, 08:48 PM ISTTania Roy
বিশ্বকাপ শুরুর আগে শুক্রবার ২৯ সেপ্টেম্বর থেকে মঙ্গলবার ৩ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচগুলি। ইংল্যান্ড (৩০ সেপ্টেম্বর) এবং নেদারল্যান্ডসের (৩ অক্টোবর) বিপক্ষে দু'টি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।
ভারতের তিনটি শহরে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এই বছর ভারতে অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ। তার জন্য প্রস্তুতি ম্যাচের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে। ১০টি দল দু'টি করে সরকারি ভাবে ৫০-ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে। ম্যাচগুলি ভারতের তিনটি ভিন্ন শহরে অনুষ্ঠিত হবে। সেই তিনটি শহর হল গুয়াহাটি, হায়দরাবাদ এবং তিরুবনন্তপুরম।
বিশ্বকাপের প্রথম ম্যাচ ৫ অক্টোবর। আর প্রথম ম্যাচেই হবে গত বারের (২০১৯ সাল) ফাইনালের পুনরাবৃত্তি। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। ভারত ৮ অক্টোবর প্রথম ম্যাচ খেলবে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
বিশ্বকাপ শুরুর আগে শুক্রবার ২৯ সেপ্টেম্বর থেকে মঙ্গলবার ৩ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচগুলি। বিশ্বকাপ চলাকালীন দলগুলি যে পরিস্থিতির মুখোমুখি হবে, তার সঙ্গে মানিয়ে নেওয়ার উপযুক্ত সুযোগ পাবে সকলে।
প্রস্তুতি ম্যাচের প্রথম দিনই অর্থাৎ ২৯ সেপ্টেম্বর গুয়াহাটিতে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। তিরুবনন্তপুরমে দক্ষিণ আফ্রিকা আবার আফগানিস্তানের মুখোমুখি হবে। এবং হায়দরাবাদে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।
ইংল্যান্ড (৩০ সেপ্টেম্বর) এবং নেদারল্যান্ডসের (৩ অক্টোবর) বিপক্ষে দু'টি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ভারত ৩০ সেপ্টেম্বর পরের দিন গুয়াহাটিতে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে। আর পাঁচ বারের বিজয়ী অস্ট্রেলিয়া একই দিনে তিরুবনন্তপুরমে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে।
রোহিত শর্মা ব্রিগেড নেদারল্যান্ডসের বিরুদ্ধে তাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের জন্য কেরলে উড়ে যাবে। নেদারল্যান্ডস আবার জুনে কোয়ালিফায়ার রাউন্ডে রানার্স-আপ হয়ে ১০-টিমের টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করেছিল।
সমস্ত খেলাই শুরু হবে ভারতীয় সময়ে দুপুর দু'টো থেকে। প্রস্তুতি ম্যাচে বড় সুবিধে পেতে চলেছে সব দলগুলিই। তারা তাদের ১৫ জনের স্কোয়াডের সমস্ত প্লেয়ারকে মাঠে নামানোর অনুমতি দেওয়া হবে।